ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২০০টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার ভোরে আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকায় আগুনের বিশাল কুণ্ডলী। ফায়ার ব্রিগেড এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। একটি ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের একটি পানি সরবরাহ পাইপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুনে পানি ছিটাতে দেখা যায়। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে।
খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং স্থানীয় পুলিশের দলও উপস্থিত হয় বলে জানান কর্মকর্তারা।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। জিআরপির সিও কুনওয়ার বাহাদুর সিং গণমাধ্যমকে বলেন, কিছু সাইকেলও পুড়ে গেছে...আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছিল। আমরা আরও তদন্ত করছি।
ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ সাইকেল রেলওয়ে কর্মচারীদের বলে জানা গেছে।
রেলওয়ের এক কর্মচারী বলেন, আমি রাত ১২টার দিকে বাইক পার্ক করেছিলাম...গাড়ি পার্কিং এলাকায় থাকা একজন আমাকে জানিয়েছিলেন যে, রাত ১১টার দিকে একটি শর্ট সার্কিট হয়েছিল এবং সেটি ঠিক করা হয়েছে। কয়েক ঘণ্টা পর, একজন যাত্রী আমাকে জানালেন যে বাইরে বিশাল আগুন। আমি বাইক বের করে অন্য পাশে রেখে এসেছি...এর কিছুক্ষণ পরেই আগুন পার্কিং এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২০০টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার ভোরে আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকায় আগুনের বিশাল কুণ্ডলী। ফায়ার ব্রিগেড এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। একটি ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের একটি পানি সরবরাহ পাইপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুনে পানি ছিটাতে দেখা যায়। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে।
খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং স্থানীয় পুলিশের দলও উপস্থিত হয় বলে জানান কর্মকর্তারা।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। জিআরপির সিও কুনওয়ার বাহাদুর সিং গণমাধ্যমকে বলেন, কিছু সাইকেলও পুড়ে গেছে...আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছিল। আমরা আরও তদন্ত করছি।
ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ সাইকেল রেলওয়ে কর্মচারীদের বলে জানা গেছে।
রেলওয়ের এক কর্মচারী বলেন, আমি রাত ১২টার দিকে বাইক পার্ক করেছিলাম...গাড়ি পার্কিং এলাকায় থাকা একজন আমাকে জানিয়েছিলেন যে, রাত ১১টার দিকে একটি শর্ট সার্কিট হয়েছিল এবং সেটি ঠিক করা হয়েছে। কয়েক ঘণ্টা পর, একজন যাত্রী আমাকে জানালেন যে বাইরে বিশাল আগুন। আমি বাইক বের করে অন্য পাশে রেখে এসেছি...এর কিছুক্ষণ পরেই আগুন পার্কিং এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৪ মিনিট আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
৩৯ মিনিট আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
২ ঘণ্টা আগে