টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৯ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১০ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১০ ঘণ্টা আগে