টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন তাঁর শীর্ষ সহযোগী রাজনাথ সিং, অমিত শাহ এবং নিতিন গড়করি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মোদির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও রয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদির মন্ত্রী সভার পূর্ণ মন্ত্রীরা হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঁঝি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাবিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান এবং সিআর পাতিল।
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ প্রতিমন্ত্রী হলেন—রাও ইন্দ্রজিত সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপ্রাও গেনপত্র যাদব এবং জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী হওয়া বাকি ৩৬ জন হলেন—জিতিন প্রাসাদা, শ্রিপদ নাইক, পঙ্কজ চৌধুরি, কৃষ্ণন পাল গুরজার, রামদাস আত্তাল, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমন্না, ড. চন্দ্রশেখর পেমাসানি, এসপি সিং বেঘেল, সভা কারান্দলাজি, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেষ গোপি, এল মুরুগান, অজয় তামতা, বান্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগিরথ চৌধুরি, সতিশ চন্দ্র ডুবে, সঞ্জয় শেঠ, রবনিত সিং বিট্টু, দুর্গা দাস উইকি, রক্ষা খাদজি, সুকান্ত মজুমদার, সাবিত্রি ঠাকুর, তুখান সাহু, রাজভুষন চৌধুরি, ভুপাতিরাজু শ্রিনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তিভাই, মুরলিধর মোহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্ঘেরিটা।
গতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
২ মিনিট আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
১ ঘণ্টা আগেইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
২ ঘণ্টা আগে