Ajker Patrika

জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে শীর্ষ জরিপ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৭ মে ২০২২, ২০: ১৯
জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে শীর্ষ জরিপ কর্মকর্তা বরখাস্ত

ভারতের উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে একজন শীর্ষ জরিপ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বারানসির একটি আদালত জ্ঞানবাপী মসজিদ জরিপ দলের ওই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন। এ ছাড়া সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই দিন সময়ও বাড়িয়েছেন আদালত।

এর আগে গতকাল সোমবার জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি পুকুরে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে দাবি করে স্থানীয় আদালতে হিন্দুত্ববাদীরা পিটিশন দায়ের করলে পুকুরের এলাকাটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। মসজিদের আশপাশে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি পুকুরে ‘শিবলিঙ্গ’ পাওয়ার দাবি উঠলে এলাকাটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে উপাসনার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন করেন পাঁচ নারী। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসির আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ করার নির্দেশ দেয়। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত