Ajker Patrika

মধ্যপ্রদেশে নির্বাচনের আগে কংগ্রেসে ফিরল সিন্ধিয়ার ডান হাত

মধ্যপ্রদেশে নির্বাচনের আগে কংগ্রেসে ফিরল সিন্ধিয়ার ডান হাত

ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সহযোগী প্রমোদ ট্যান্ডন কংগ্রেসে পুনরায় যোগ দিয়েছেন। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে গতকাল শনিবার সিন্ধিয়ার ডান হাত ট্যান্ডন আগের দলে ফেরার ঘোষণা দেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ট্যান্ডনের সঙ্গে রামকিশোর শুক্লা এবং দীনেশ মালহারও কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরা ইন্দোরে কংগ্রেসের প্রধান কমল নাথের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন। 

২০২০ সালের মার্চে ইন্দোরে কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে সিন্ধিয়া ও তাঁর ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়কেরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তখন ট্যান্ডনও তাঁদের সঙ্গী হন। 

ট্যান্ডনকে রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য করা হয়েছিল, কিন্তু তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। তিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর পিতা প্রয়াত মাধবরাও সিন্ধিয়ার অন্ধ অনুগত ছিলেন। 

এদিকে গত ১৮ অগাস্ট ভোপালে শত শত সমর্থকসহ বিজেপির আরেক কার্যনির্বাহী কমিটির সদস্য সমন্দর প্যাটেল কংগ্রেসে যোগ দেন। 

প্যাটেল পিটিআইকে বলেছেন, ট্যান্ডন হলেন সিন্ধিয়া শিবিরের ষষ্ঠ নেতা হিসেবে কংগ্রেসে পুনরায় যোগদান করেছেন। 

এ ছাড়া আরেক রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য বৈজনাথ সিং যাদব গত জুলাইয়ে কংগ্রেসে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত