Ajker Patrika

‘পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে...’: মণিপুরি নারীর মুখে সংঘবদ্ধ ধর্ষণের ভয়াবহ বর্ণনা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫: ২৬
‘পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে...’: মণিপুরি নারীর মুখে সংঘবদ্ধ ধর্ষণের ভয়াবহ বর্ণনা

গত মে মাস থেকে ভয়াল রূপ নিচ্ছে ভারতের মণিপুরের সহিংসতা। রাজধানী ইম্ফল ছাড়ছে আতঙ্কিত মানুষ। পালানোর সময় এটিএম বুথ থেকে এক ১৯ বছর বয়সী আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

নির্যাতিত ওই নারীর মুখে ধর্ষণের রোমহর্ষক ও ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

তিনি বলেন, তাঁকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিন পুরুষ পালাক্রমে ধর্ষণ করে। বন্দুকের বাঁট দিয়ে তাঁকে আঘাত করা হয়। তাঁকে কোনো পানি বা খাবার দেওয়া হয়নি। ১৫ মে তারা তাকে পাহাড়ি জঙ্গী গোষ্ঠীর হাতে তুলে দেয়।’
 
‘চারজন পুরুষ আমাকে সাদা বোলেরো গাড়িতে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় চালক ছাড়া বাকি তিনজন আমাকে নির্যাতন করে। এরপর তারা আমাকে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে।’

ধর্ষণের শিকার ওই নারী আরও বলেন, ‘ঘৃণ্য যা যা করা যায়, তারা আমার সাথে করেছে এবং সারা রাত আমাকে পানিও খেতে দেয়নি। সকালে ওয়াশরুমে যাওয়ার জন্য চোখ খুলে দিতে বলি। তাদের মধ্যে একজন সদয় হয়ে চোখের বাঁধন খুলে দেয়। এরপর আমি চারপাশে দেখি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করি। তার পরই আমি পালানোর সিদ্ধান্ত নিই।’

এক অটোরিকশাচালক তাঁকে সহায়তা করেন। গাড়ির ভেতরে সবজির স্তূপে লুকিয়ে রেখে ওই নারীকে নিরাপদে কাংপোকপিতে পৌঁছে দেন তিনি।

পরে তাঁকে পার্শ্ববর্তী নাগাল্যান্ডের রাজধানী কোহিমার এক হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নারী বলেন, তিনি ২১ জুলাই কাংপোকপি থানায় অভিযোগ দায়ের করেন। 

ঘটনার দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, হত্যার উদ্দেশ্যে অপহরণের একটি ইম্ফলের পরম্পাট থানায় দায়ের করা হয়। 

পুলিশ বলছে, ঘটনার কোনো প্রমাণ না থাকায় কোনো আসামি চিহ্নিত করা যায়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি। তবে তদন্ত চলছে। কিন্তু ভুক্তভোগীর অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে তদন্ত এগোচ্ছে না। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত