অনলাইন ডেস্ক
গত মে মাস থেকে ভয়াল রূপ নিচ্ছে ভারতের মণিপুরের সহিংসতা। রাজধানী ইম্ফল ছাড়ছে আতঙ্কিত মানুষ। পালানোর সময় এটিএম বুথ থেকে এক ১৯ বছর বয়সী আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নির্যাতিত ওই নারীর মুখে ধর্ষণের রোমহর্ষক ও ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
তিনি বলেন, তাঁকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিন পুরুষ পালাক্রমে ধর্ষণ করে। বন্দুকের বাঁট দিয়ে তাঁকে আঘাত করা হয়। তাঁকে কোনো পানি বা খাবার দেওয়া হয়নি। ১৫ মে তারা তাকে পাহাড়ি জঙ্গী গোষ্ঠীর হাতে তুলে দেয়।’
‘চারজন পুরুষ আমাকে সাদা বোলেরো গাড়িতে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় চালক ছাড়া বাকি তিনজন আমাকে নির্যাতন করে। এরপর তারা আমাকে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে।’
ধর্ষণের শিকার ওই নারী আরও বলেন, ‘ঘৃণ্য যা যা করা যায়, তারা আমার সাথে করেছে এবং সারা রাত আমাকে পানিও খেতে দেয়নি। সকালে ওয়াশরুমে যাওয়ার জন্য চোখ খুলে দিতে বলি। তাদের মধ্যে একজন সদয় হয়ে চোখের বাঁধন খুলে দেয়। এরপর আমি চারপাশে দেখি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করি। তার পরই আমি পালানোর সিদ্ধান্ত নিই।’
এক অটোরিকশাচালক তাঁকে সহায়তা করেন। গাড়ির ভেতরে সবজির স্তূপে লুকিয়ে রেখে ওই নারীকে নিরাপদে কাংপোকপিতে পৌঁছে দেন তিনি।
পরে তাঁকে পার্শ্ববর্তী নাগাল্যান্ডের রাজধানী কোহিমার এক হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নারী বলেন, তিনি ২১ জুলাই কাংপোকপি থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, হত্যার উদ্দেশ্যে অপহরণের একটি ইম্ফলের পরম্পাট থানায় দায়ের করা হয়।
পুলিশ বলছে, ঘটনার কোনো প্রমাণ না থাকায় কোনো আসামি চিহ্নিত করা যায়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি। তবে তদন্ত চলছে। কিন্তু ভুক্তভোগীর অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে তদন্ত এগোচ্ছে না। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গত মে মাস থেকে ভয়াল রূপ নিচ্ছে ভারতের মণিপুরের সহিংসতা। রাজধানী ইম্ফল ছাড়ছে আতঙ্কিত মানুষ। পালানোর সময় এটিএম বুথ থেকে এক ১৯ বছর বয়সী আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নির্যাতিত ওই নারীর মুখে ধর্ষণের রোমহর্ষক ও ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
তিনি বলেন, তাঁকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিন পুরুষ পালাক্রমে ধর্ষণ করে। বন্দুকের বাঁট দিয়ে তাঁকে আঘাত করা হয়। তাঁকে কোনো পানি বা খাবার দেওয়া হয়নি। ১৫ মে তারা তাকে পাহাড়ি জঙ্গী গোষ্ঠীর হাতে তুলে দেয়।’
‘চারজন পুরুষ আমাকে সাদা বোলেরো গাড়িতে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় চালক ছাড়া বাকি তিনজন আমাকে নির্যাতন করে। এরপর তারা আমাকে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে।’
ধর্ষণের শিকার ওই নারী আরও বলেন, ‘ঘৃণ্য যা যা করা যায়, তারা আমার সাথে করেছে এবং সারা রাত আমাকে পানিও খেতে দেয়নি। সকালে ওয়াশরুমে যাওয়ার জন্য চোখ খুলে দিতে বলি। তাদের মধ্যে একজন সদয় হয়ে চোখের বাঁধন খুলে দেয়। এরপর আমি চারপাশে দেখি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করি। তার পরই আমি পালানোর সিদ্ধান্ত নিই।’
এক অটোরিকশাচালক তাঁকে সহায়তা করেন। গাড়ির ভেতরে সবজির স্তূপে লুকিয়ে রেখে ওই নারীকে নিরাপদে কাংপোকপিতে পৌঁছে দেন তিনি।
পরে তাঁকে পার্শ্ববর্তী নাগাল্যান্ডের রাজধানী কোহিমার এক হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নারী বলেন, তিনি ২১ জুলাই কাংপোকপি থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, হত্যার উদ্দেশ্যে অপহরণের একটি ইম্ফলের পরম্পাট থানায় দায়ের করা হয়।
পুলিশ বলছে, ঘটনার কোনো প্রমাণ না থাকায় কোনো আসামি চিহ্নিত করা যায়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি। তবে তদন্ত চলছে। কিন্তু ভুক্তভোগীর অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে তদন্ত এগোচ্ছে না। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৯ মিনিট আগেভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
৩৪ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগে