Ajker Patrika

ভারতে ঢুকেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

অনলাইন ডেস্ক
মুর্শিদাবাদ পুলিশের হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহেল। ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ পুলিশের হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ফের অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা! এবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে মুর্শিদাবাদ পুলিশের হাতে ধরা পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল গত সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা সীমান্ত দিয়ে ঢোকার সময় ধরা পড়েন।

হিন্দুস্তান টাইমস নাম উল্লেখ না করে বিভিন্ন সূত্রের বরাতে লিখেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ওপর হামলা, হেনস্তা, খুনোখুনির অভিযোগ বেড়েছে। এই পরিস্থিতিতে প্রাণের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। নজরুল ইসলামও তাঁদের একজন। তাঁর দাবি, ‘তারা আমাকে মেরে ফেলত। বাঁচার উপায় না পেয়ে ভারতে চলে এসেছি।’ কিন্তু পালানোর আগেই পুলিশের নজরে চলে আসেন তিনি। রাতের অন্ধকারে ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের পরে হরিরামপুর অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানিতলা থানার পুলিশ। সেই সময় গ্রেপ্তার করা হয় নজরুলকে।

আদালতে তোলা হলে গতকাল মঙ্গলবার নজরুলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন তাঁকে জেরা করছে পুলিশ। লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং জানিয়েছেন, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। অনুপ্রবেশের কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা বলছেন, সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে একজন বিদেশি নজরদারি এড়িয়ে জনবসতিতে ঢুকে পড়লেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, তাতে তাঁরা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, শুধু রাজনৈতিক অনুপ্রবেশ নয়, এর আড়ালে চোরাচালানও চলছে। তাই আরও কঠোর নজরদারি দরকার বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত