কলকাতা প্রতিনিধি
ভারতের কেন্দ্রে বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে ভারতজুড়ে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে দলের প্রতিষ্ঠা দিবসের উৎসব। এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৮ টিতেই ক্ষমতাসীন দল বিজেপি। সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে ৪ রাজ্যেই জিতেছে বিজেপি। তাই বাড়তি উৎসাহ দেখা দিয়েছে এই প্রতিষ্ঠাবার্ষিক পালনে।
কেবল জনপ্রিয়তাতেই নয় সম্পদের দিক থেকেও বিজেপি এখন ভারতে অপ্রতিদ্বন্দী। দলটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৮৪৭ কোটি ৭৮ লক্ষ রুপি। সম্প্রতি প্রকাশিত স্বেচ্চাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর ২০১৯-২০ অর্থবছরের হিসাব অনুযায়ী ভারতের রাজনৈতিক দলগুলির ঘোষিত মোট সম্পদের প্রায় ৭০ শতাংশের মালিক বিজেপি।
সবদিকেই শীর্ষে থেকেই এবার প্রতিষ্ঠা দিবস পালন করছে ভারতের এই দলটি।
এর আগে, মঙ্গলবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে দলীয় দপ্তরে ডেকে সাক্ষাত করেন দলের সভাপতি জেপি নাড্ডা। এছাড়া, দিনভর বিভিন্ন কর্মসূচিতে নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থদের মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিও পালন করে বিজেপি। নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি।
ভারতের কেন্দ্রে বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে ভারতজুড়ে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে দলের প্রতিষ্ঠা দিবসের উৎসব। এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৮ টিতেই ক্ষমতাসীন দল বিজেপি। সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে ৪ রাজ্যেই জিতেছে বিজেপি। তাই বাড়তি উৎসাহ দেখা দিয়েছে এই প্রতিষ্ঠাবার্ষিক পালনে।
কেবল জনপ্রিয়তাতেই নয় সম্পদের দিক থেকেও বিজেপি এখন ভারতে অপ্রতিদ্বন্দী। দলটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৮৪৭ কোটি ৭৮ লক্ষ রুপি। সম্প্রতি প্রকাশিত স্বেচ্চাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর ২০১৯-২০ অর্থবছরের হিসাব অনুযায়ী ভারতের রাজনৈতিক দলগুলির ঘোষিত মোট সম্পদের প্রায় ৭০ শতাংশের মালিক বিজেপি।
সবদিকেই শীর্ষে থেকেই এবার প্রতিষ্ঠা দিবস পালন করছে ভারতের এই দলটি।
এর আগে, মঙ্গলবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে দলীয় দপ্তরে ডেকে সাক্ষাত করেন দলের সভাপতি জেপি নাড্ডা। এছাড়া, দিনভর বিভিন্ন কর্মসূচিতে নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থদের মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিও পালন করে বিজেপি। নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৮ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে