Ajker Patrika

বিজেপির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত

কলকাতা প্রতিনিধি
বিজেপির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত

ভারতের কেন্দ্রে বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে ভারতজুড়ে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে দলের প্রতিষ্ঠা দিবসের উৎসব। এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৮ টিতেই ক্ষমতাসীন দল বিজেপি। সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে ৪ রাজ্যেই জিতেছে বিজেপি। তাই বাড়তি উৎসাহ দেখা দিয়েছে এই প্রতিষ্ঠাবার্ষিক পালনে।

কেবল জনপ্রিয়তাতেই নয় সম্পদের দিক থেকেও বিজেপি এখন ভারতে অপ্রতিদ্বন্দী। দলটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৮৪৭ কোটি ৭৮ লক্ষ রুপি। সম্প্রতি প্রকাশিত স্বেচ্চাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর ২০১৯-২০ অর্থবছরের হিসাব অনুযায়ী ভারতের রাজনৈতিক দলগুলির ঘোষিত মোট সম্পদের প্রায় ৭০ শতাংশের মালিক বিজেপি।

সবদিকেই শীর্ষে থেকেই এবার প্রতিষ্ঠা দিবস পালন করছে ভারতের এই দলটি।

এর আগে, মঙ্গলবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে দলীয় দপ্তরে ডেকে সাক্ষাত করেন দলের সভাপতি জেপি নাড্ডা। এছাড়া, দিনভর বিভিন্ন কর্মসূচিতে নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। 

দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থদের মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিও পালন করে বিজেপি। নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত