Ajker Patrika

ভারতে আরও শক্তিশালী বিজেপি, ক্ষয়িষ্ণু কংগ্রেস

কলকাতা প্রতিনিধি
ভারতে আরও শক্তিশালী বিজেপি, ক্ষয়িষ্ণু কংগ্রেস

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল বিজেপি। সেই সঙ্গে আরও কোণঠাসা হয়ে পড়ল কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলটির বিকল্প হিসেবে উঠে আসছে আম আদমি পার্টি (আপ)। এর মধ্যেই কংগ্রেসের ভেতরেই দলকে গান্ধী পরিবার মুক্ত করার ডাক উঠতে শুরু করেছে। অন্যদিকে, বিজেপির স্লোগান কংগ্রেস মুক্ত ভারত। 

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে (ইউপি) বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করছে বিজেপি। বহুকাল পর ইউপিতে একই দল দ্বিতীয়বার সরকার গড়ছে।  উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়াতেও নিজেদের সরকার ধরে রেখে বিজেপি বুজিয়ে দিয়েছে নির্বাচনী লড়াইয়ে কংগ্রেস তাদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। নিজেদের দখলে থাকা পাঞ্জাবেও হার স্বীকার করতে হয়েছে কংগ্রেসকে। সেখানে সরকার গড়ছে আম আদমি পার্টি। দিল্লির পর এবার পাঞ্জাবেও অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার গড়ছে। এটাও রেকর্ড। আগে কোনো আঞ্চলিক দলই একাধিক রাজ্যে সরকার গড়তে পারেনি।

রাজনৈতিক বিশ্লেষকেরা ৫ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাঁদের কোনো বিকল্প আপাতত নেই। কংগ্রেস বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি ৫ রাজ্যেই। নিজেদের অন্তর্কোন্দলে পাঞ্জাবও হারিয়েছে তারা। ইউপি-তে প্রচারাভিযানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রিয়াঙ্কা গান্ধী ভদরা টেক্কা দিলেও ফলাফলে পরাজয় হয়েছে কংগ্রেসের। কোনও প্রভাবই পড়েনি প্রিয়াঙ্কার প্রচারে। রাহুল গান্ধীর মতোই তাঁর বোনও ভোটপ্রচারে চূড়ান্ত ব্যর্থ, এমনটাই বলছেন সাধারণ মানুষ। ইউপি-তে বিজেপির জয়ের পেছনে অনেকেই বলছেন হিন্দুত্ব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কিন্তু বিভাজনের রাজনীতির বিপরীতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা) মানুষের আস্থা অর্জনে ব্যর্থ। উত্তরাখণ্ডে বিজেপির নির্বাচনী মেশিনারির কাছে দুর্বল লেগেছে কংগ্রেসকে। মণিপুর ও গোয়াতে গতবার জিতেও সরকার গড়তে তারা ব্যর্থ হয়েছিল। এবার দুই রাজ্যেই পরাস্ত কংগ্রেস। ভোটের ফলাফলে কংগ্রেসের অস্তিত্ব আরও বিপন্ন। দলের বর্ষীয়ান নেতা অভিষেক মনু সিঙ্ভির মতে, কংগ্রেসকে ঢেলে সাজাতে হবে। আনতে হবে বলিষ্ঠ নেতৃত্ব। 

অন্যদিকে, বিজেপি শিবিরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লির বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আপ-এর দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবেন। দলের নেতা রাঘব চাড্ডার দাবি, অরবিন্দ কেজরিওয়ালই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত