অনলাইন ডেস্ক
আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ প্রথম দফায় আরও চার দিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। আজ বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাঁর রিমান্ডের মেয়াদ আগামী ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শুক্রবার কেজরিওয়ালকে আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮ মার্চ পর্যন্ত তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠিয়ে দেয়।
তবে ইডির তলব ও গ্রেপ্তার করা বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর সুর ধরে একই কথা জানিয়েছেন এএপি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতারা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও তার রাজনৈতিক দল বিজেপি এই মামলার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বাধীনভাবে তাদের কাজ করছে।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে থেকেই আম আদমি পার্টির প্রথম সারির বেশির ভাগ নেতাই আছেন কারাগারে।
আজ আদালতের বাইরে সাংবাদিকদের কাছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।’
ইডির আইনজীবীরা আদালতকে বলেন, কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবেই তদন্তে অসহযোগিতা করছেন। তাই তাঁকে আরও সাত দিন রিমান্ডে রাখা প্রয়োজন।
কেজরিওয়ালের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করতে যান আম আদমি পার্টির সমর্থকেরা। সে সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আজও দিল্লির একটি মেট্রোস্টেশনের বাইরে যাত্রীদের কাছে লিফলেট বিতরণের সময় কয়েকজন এএপি কর্মীকে আটক করে পুলিশ।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে আম আদমি পার্টির এক বিক্ষোভকারী বলেছেন, ‘এখন আমাদের নির্বাচনী প্রচারণা চালানোর সময়। আর এ সময়ে আমাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেউই আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার রাজধানী নয়াদিল্লিতে এএপিসহ দুই ডজনেরও বেশি রাজনৈতিক দলের সমন্বয়ে গড়া বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের একটি যৌথ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ প্রথম দফায় আরও চার দিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। আজ বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাঁর রিমান্ডের মেয়াদ আগামী ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শুক্রবার কেজরিওয়ালকে আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮ মার্চ পর্যন্ত তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠিয়ে দেয়।
তবে ইডির তলব ও গ্রেপ্তার করা বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর সুর ধরে একই কথা জানিয়েছেন এএপি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতারা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও তার রাজনৈতিক দল বিজেপি এই মামলার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বাধীনভাবে তাদের কাজ করছে।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে থেকেই আম আদমি পার্টির প্রথম সারির বেশির ভাগ নেতাই আছেন কারাগারে।
আজ আদালতের বাইরে সাংবাদিকদের কাছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।’
ইডির আইনজীবীরা আদালতকে বলেন, কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবেই তদন্তে অসহযোগিতা করছেন। তাই তাঁকে আরও সাত দিন রিমান্ডে রাখা প্রয়োজন।
কেজরিওয়ালের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করতে যান আম আদমি পার্টির সমর্থকেরা। সে সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আজও দিল্লির একটি মেট্রোস্টেশনের বাইরে যাত্রীদের কাছে লিফলেট বিতরণের সময় কয়েকজন এএপি কর্মীকে আটক করে পুলিশ।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে আম আদমি পার্টির এক বিক্ষোভকারী বলেছেন, ‘এখন আমাদের নির্বাচনী প্রচারণা চালানোর সময়। আর এ সময়ে আমাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেউই আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার রাজধানী নয়াদিল্লিতে এএপিসহ দুই ডজনেরও বেশি রাজনৈতিক দলের সমন্বয়ে গড়া বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের একটি যৌথ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৫ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৭ ঘণ্টা আগে