Ajker Patrika

মোদিবিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়ছে ভারতে

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১: ৫৩
মোদিবিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়ছে ভারতে

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে হাঁটতে চাইছে কংগ্রেস। নতুন তিন কৃষি আইন, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপিকে নাস্তানাবুদ করার কৌশল হাতে নিয়েছে ভারতের সবচেয়ে পুরোনো এ দলটি। কংগ্রেসের পাশাপাশি অন্য বিরোধী দলগুলোও চাইছে জাতীয় সংসদের বাদল অধিবেশন চলাকালে বিজেপিকে চাপে রাখতে। ইঙ্গিত মিলেছে, দেশজুড়ে বিজেপি বিরোধিতায় এবার কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে বামেরাও শামিল হতে পারে। আর দিল্লিতে অবস্থানকালে বিরোধী জোটের রূপরেখা তৈরির চেষ্টা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধীদের এই চেষ্টাকে প্রকাশ্য়ে গুরুত্ব দিতেই নারাজ বিজেপি।

গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই বিজেপি বিরোধিতার সুর চড়ায় কংগ্রেস। নাটকীয়ভাবে এদিন কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিলের বিরোধিতা করে দিল্লির রাস্তায় ট্রাক্টর চালিয়ে অভিনব প্রতিবাদে শামিল হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ‘দেশের অন্নদাতাদের অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার।’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের কয়েকজন শিল্পপতির পকেট ভরাতে চাইছে নরেন্দ্র মোদি সরকার।’ সংসদের ভেতরেও তিনটি কৃষি বিল প্রত্যাহার, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন এবং পেগাসাস আড়িপাতা তদন্তে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে শুরুতেই উত্তাল হয়ে ওঠে সংসদের উভয় কক্ষের অধিবেশন। ফলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি ঘোষিত হয়।

গতকাল সংসদের বাইরে বিকল্প কৃষক সংসদ চালান কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ৮ মাস ধরে আন্দোলনরত কৃষকেরা। এতে অংশগ্রহণকারীরা সবাই ছিলেন নারী।

এদিকে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতা-কাণ্ডে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই তদন্ত কমিশনের দায়িত্বে থাকবেন।

বিজেপি সরকারের বিরোধিতায় সর্বভারতীয় স্তরে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে হাত মেলাতেও রাজি হয়েছেন বামেরাও। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘সর্বভারতীয় স্তরে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কোহিমা পর্যন্ত বিজেপিবিরোধী আন্দোলনের ক্ষেত্রে যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা।’ তৃণমূল প্রসঙ্গে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজেপিবিরোধী যে থাকবে, তাদের সবার সঙ্গেই বামেরা কাজ করতে প্রস্তুত।’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিজেপির বিরুদ্ধে জোট গড়ার ডাক দেন। দিল্লিতে সেই জোট প্রক্রিয়াকেই কার্যকর করতে চাইছেন তিনি। কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপিসহ একাধিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। ইতিমধ্যেই কংগ্রেসের তরফেও বন্ধুত্বের পাল্টা বার্তা দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লি সফরকালে মমতার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। আর সেটাকে কেন্দ্র করেই বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিল্লির ঘোষের কটাক্ষ, রিলাক্স করতে দিল্লি যাচ্ছেন।

মোদিজির সঙ্গে দেখা করবেন। বলবেন যে বেতন দিতে পারছি না, মানুষকে সেবা দিতে পারছি না, একটু সহযোগিতা করুন; নাহলে সরকার চলবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত