Ajker Patrika

পাকিস্তানিরা রাহুলের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দোয়া করছে: মোদি 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ মে ২০২৪, ১১: ৪১
Thumbnail image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানিরা দোয়া করছে যেন রাহুল গান্ধী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হয়। এ সময় তিনি রাহুল গান্ধীকে ‘শাহজাদা’ বলেও আখ্যা দেন। মোদি বলেন, শক্তিশালী ভারতের জন্য, একটি শক্তিশালী সরকার দরকার। আর মোদি সরকারই সবচেয়ে বেশি শক্তিশালী সরকার। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের পালামৌতে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদি আজ সোমবার এ কথা বলেন। শক্তিশালী জাতির জন্য, একটি শক্তিশালী সরকার দরকার—উল্লেখ করে তিনি বলেন, ‘শক্তিশালী ভারতের জন্য একটি শক্তিশালী সরকার দরকার। আর, একটি শক্তিশালী সরকারের জন্য আমাদের মোদি সরকারকেই প্রয়োজন।’ 

মোদি বলেন, ‘একটা সময় ছিল যখন কংগ্রেস সরকার সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে বিশ্ব দরবারে গিয়ে কান্নাকাটি করত। আর এখন পাকিস্তান বিশ্বজুড়ে কান্নাকাটি করে বেড়াচ্ছে।’ তিনি আরও বলেন, তাঁর শাসনামলে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হানতে শুরু করেন এবং তা করতে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের কারণে পাকিস্তানের অন্তরাত্মা কেঁপে উঠেছে।’ 

পাকিস্তানিরা কংগ্রেসকে ক্ষমতায় ও রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চায় ইঙ্গিত করে মোদি এ সময় আরও বলেন, ‘পাকিস্তানিরা দোয়া করছে যেন, কংগ্রেসের শাহজাদা (যুবরাজ) ভারতের প্রধানমন্ত্রী হন।’ 

এদিকে, গুজরাটে এক নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেন, রাহুল গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলিতেও বিরাট ব্যবধানে হারবেন। উল্লেখ্য, রায়বেরেলিতে ২০ মে ভোট অনুষ্ঠিত হবে। আর এ জন্য রাহুল গান্ধী ৩ মে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

অপরদিকে, কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, বিরোধী দলগুলো একসঙ্গে না লড়লেও লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর হাত মেলাবে। তিনি জোর দিয়ে বলেন, ‘ভারতীয় অর্থনীতি একটি জোট সরকারের অধীনে উন্নতি করতে পারে এবং জনগণ এমন এক প্রধানমন্ত্রী পাবে যিনি সমমনাদের মধ্যে প্রথম হবেন এবং ইন্ডিয়া জোট সরকারের অন্য জোটসঙ্গীদের কথা শুনবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত