অনলাইন ডেস্ক
ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দেশটিতে সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দিনভর সেই পর্ব মিটিয়ে রাতে গিয়েছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে। সেখানে দীর্ঘ সময় কাওয়ালি উপভোগ করেছেন তিনি।
ভারতীয় রাজধানী দিল্লির বুকে অবস্থিত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহের বয়স ৭০০ বছরেরও বেশি। ভারতে সুফি সংস্কৃতির পীঠস্থান বলে হয় এই দরগাহকে।
স্থানীয় সময় গতকাল রাত পৌনে ১০টার দিকে সেখানে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। তাঁকে অত্যন্ত সম্মানের সঙ্গে স্বাগত জানানো হয়। এরপর মেঝেতে পাতা কার্পেটের ওপরেই পা মুড়ে বসে পড়েন মাখোঁ।
দরগাহে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ কাওয়ালি অনুষ্ঠানের। বিভোর হয়ে প্রায় ঘণ্টাখানেক সেই অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।
দিল্লির এই দরগাহ মূলত প্রখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া এবং তাঁর শিষ্য আমির খসরুর সমাধিস্থল। গতকাল মাখোঁ সেখানে পৌঁছালে দরগাহর ইতিহাসও তাঁর সামনে তুলে ধরা হয়। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দরগাহে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইমানুয়েল মাখোঁকে মেঝেতে বসে কাওয়ালি শুনতে দেখা গেছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ফ্রান্স প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতার জন্য একটি ‘প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ’ ঘোষণা করেছে। এই রোডম্যাপের আওতায় ভবিষ্যতে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ প্রচেষ্টা এগিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও চুক্তি হবে দুই দেশের মধ্যে। রাজস্থানের জয়পুর সফরের সময় মোদি ও মাখোঁ এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দেশটিতে সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দিনভর সেই পর্ব মিটিয়ে রাতে গিয়েছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে। সেখানে দীর্ঘ সময় কাওয়ালি উপভোগ করেছেন তিনি।
ভারতীয় রাজধানী দিল্লির বুকে অবস্থিত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহের বয়স ৭০০ বছরেরও বেশি। ভারতে সুফি সংস্কৃতির পীঠস্থান বলে হয় এই দরগাহকে।
স্থানীয় সময় গতকাল রাত পৌনে ১০টার দিকে সেখানে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। তাঁকে অত্যন্ত সম্মানের সঙ্গে স্বাগত জানানো হয়। এরপর মেঝেতে পাতা কার্পেটের ওপরেই পা মুড়ে বসে পড়েন মাখোঁ।
দরগাহে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ কাওয়ালি অনুষ্ঠানের। বিভোর হয়ে প্রায় ঘণ্টাখানেক সেই অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।
দিল্লির এই দরগাহ মূলত প্রখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া এবং তাঁর শিষ্য আমির খসরুর সমাধিস্থল। গতকাল মাখোঁ সেখানে পৌঁছালে দরগাহর ইতিহাসও তাঁর সামনে তুলে ধরা হয়। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দরগাহে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইমানুয়েল মাখোঁকে মেঝেতে বসে কাওয়ালি শুনতে দেখা গেছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ফ্রান্স প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতার জন্য একটি ‘প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ’ ঘোষণা করেছে। এই রোডম্যাপের আওতায় ভবিষ্যতে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ প্রচেষ্টা এগিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও চুক্তি হবে দুই দেশের মধ্যে। রাজস্থানের জয়পুর সফরের সময় মোদি ও মাখোঁ এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৫ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
৬ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৭ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৮ ঘণ্টা আগে