মাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তাঁর ভাই পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর বোন রিতা তাঁদের মা নির্মলা দেবীকে বন্দী করে সম্পত্তির জন্য অত্যাচার করছেন।
ব্যাপকভাবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক নারী তাঁর মাকে কামড়াচ্ছেন, মারধর করছেন। মায়ের ঊরুতে কামড়ে ওই নারী বলেন, ‘এটা তো খুব মজা লাগছে, আমি তোমার রক্ত খাব।’
তিন মিনিটের ভিডিওটিতে আরও দেখা যায়, রিতা ও তাঁর মা নির্মলা দেবী বিছানায় বসে আছেন। নির্মলা দেবী কাঁদছেন। রিতা তাঁকে আঘাত করছেন, মারধর করছেন। তারপর তাঁর ঊরুতে কামড়ে দিয়েছেন।
মারধরের পর রিতা তাঁর মাকে চুল ধরে টেনে নামিয়ে আবার কামড়ানোর চেষ্টা করেন। নির্মলা দেবী ছেড়ে দিতে বললে তাঁকে চড় মারেন রিতা। এরপর রিতা তাঁকে বিছানা থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন, আবার মারধর এবং চিৎকার করতে থাকেন।
রিতা তাঁর মাকে প্রশ্ন করেন, ‘তুমি চিরকাল বাঁচবে?’
রিতা আবার বলেন, ‘তুমি আমাকে এটা করতে বাধ্য করছ।’
রিতার ভাই নির্মলা দেবীর ছেলে অমরদীপ সিং অভিযোগ করেন, রিতা দুই বছর আগে রাজগড়ের সঞ্জয় পুনিয়া নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। তাদের মাকে সম্পত্তির জন্য অত্যাচার করতে শুরু করেন।
সিং আরও অভিযোগ করেন, কুরুকশেত্রায় তাঁদের পৈতৃক সম্পত্তি ৬৫ লাখ রুপিতে বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন রিতা। চেয়েছিলেন সব সম্পত্তি তাঁর নামে করে নিতে।
তিনি দাবি করেন, রিতা তাঁকে বাড়িতে যেতে বাধা দেন এবং মিথ্যা অভিযোগ আনায় হুমকি দিয়েছেন।
আজাদ নগর থানার স্টেশন হেড অফিসার ইন্সপেক্টর সাধুরাম বলেন, রিতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পিতামাতা ও প্রবীণ নাগরিকদের কল্যাণ আইন অনুযায়ী একটি মামলা করা হয়েছে।
মাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তাঁর ভাই পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর বোন রিতা তাঁদের মা নির্মলা দেবীকে বন্দী করে সম্পত্তির জন্য অত্যাচার করছেন।
ব্যাপকভাবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক নারী তাঁর মাকে কামড়াচ্ছেন, মারধর করছেন। মায়ের ঊরুতে কামড়ে ওই নারী বলেন, ‘এটা তো খুব মজা লাগছে, আমি তোমার রক্ত খাব।’
তিন মিনিটের ভিডিওটিতে আরও দেখা যায়, রিতা ও তাঁর মা নির্মলা দেবী বিছানায় বসে আছেন। নির্মলা দেবী কাঁদছেন। রিতা তাঁকে আঘাত করছেন, মারধর করছেন। তারপর তাঁর ঊরুতে কামড়ে দিয়েছেন।
মারধরের পর রিতা তাঁর মাকে চুল ধরে টেনে নামিয়ে আবার কামড়ানোর চেষ্টা করেন। নির্মলা দেবী ছেড়ে দিতে বললে তাঁকে চড় মারেন রিতা। এরপর রিতা তাঁকে বিছানা থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন, আবার মারধর এবং চিৎকার করতে থাকেন।
রিতা তাঁর মাকে প্রশ্ন করেন, ‘তুমি চিরকাল বাঁচবে?’
রিতা আবার বলেন, ‘তুমি আমাকে এটা করতে বাধ্য করছ।’
রিতার ভাই নির্মলা দেবীর ছেলে অমরদীপ সিং অভিযোগ করেন, রিতা দুই বছর আগে রাজগড়ের সঞ্জয় পুনিয়া নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। তাদের মাকে সম্পত্তির জন্য অত্যাচার করতে শুরু করেন।
সিং আরও অভিযোগ করেন, কুরুকশেত্রায় তাঁদের পৈতৃক সম্পত্তি ৬৫ লাখ রুপিতে বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন রিতা। চেয়েছিলেন সব সম্পত্তি তাঁর নামে করে নিতে।
তিনি দাবি করেন, রিতা তাঁকে বাড়িতে যেতে বাধা দেন এবং মিথ্যা অভিযোগ আনায় হুমকি দিয়েছেন।
আজাদ নগর থানার স্টেশন হেড অফিসার ইন্সপেক্টর সাধুরাম বলেন, রিতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পিতামাতা ও প্রবীণ নাগরিকদের কল্যাণ আইন অনুযায়ী একটি মামলা করা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
২ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
৩৯ মিনিট আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে এক অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হয়েছে আততায়ী নিজেও।
১ ঘণ্টা আগে