Ajker Patrika

র‍্যাগিং ও ছবি ফাঁসের জেরে তেলেঙ্গানায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
Thumbnail image

র‍্যাগিংয়ের শিকার মেডিকেল ছাত্রীর আত্মহত্যার পর তেলেঙ্গানায় এবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রাজ্যের ওয়ারাঙ্গাল জেলায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। অভিযোগ উঠেছে, তাঁর এক ছেলে বন্ধু অন্যদের সঙ্গে ব্যক্তিগত ছবি শেয়ার করায় ওই ছাত্রী আত্মহত্যা করেন। রোববার সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

এর আগে একই রাজ্যের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক মেডিকেল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টার চার দিন পর রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৬ বছর বয়সী ডি প্রীতি নামের ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এক ধরনের ইনজেকশন শরীরে প্রয়োগ করে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। হাসপাতালে রাতের শিফটে কাজ করার সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অবস্থায় হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

তেলেঙ্গানায় ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ হয়। ছবি টুইটারপরিবারের অভিযোগ, কাকাতিয়া মেডিকেল কলেজে পড়ুয়া প্রীতি তার সিনিয়রের দ্বারা র‍্যাগিং বা হয়রানির শিকার হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন। প্রীতির বাবা জানান, তাঁর মেয়েকে র‍্যাগিং করা হতো নানাভাবে। যার জেরে মানসিক অবসাদে ভুগে এই আত্মহত্যা। তাঁর অভিযোগের ভিত্তিতে মোহম্মদ আলি সাইফ নামের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেপ্তার করে ওয়ারাঙ্গাল জেলা পুলিশ। ওয়ারাঙ্গালের পুলিশ কমিশনার সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রীতির হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ইঙ্গিত মিলেছে যে, সাইফ তাঁকে র‍্যাগিং করতেন।’ 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মেডিকেল কলেজ চত্বরে। এ ছাড়া অন্যান্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত