Ajker Patrika

তরুণকে থানায় ডেকে নির্যাতন, বিক্ষোভে উত্তাল আসাম

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২৫, ১৭: ২৪
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ছবি: ইন্ডিয়া টুডের সৌজন্যে
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ছবি: ইন্ডিয়া টুডের সৌজন্যে

ভারতের আসাম রাজ্যের বর্দুমসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে থাকা এক তরুণকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বর্দুমসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সাহারিয়া, সেকেন্ড অফিসার দত্ত ও ডেকা নামে পরিচিত আরও একজন কর্মকর্তা গতকাল শনিবার (৩ মে) মহং গ্রামের বাসিন্দা সঞ্জীব মোরান নামে এক তরুণকে থানায় ডাকেন। পরবর্তীকালে ওই তরুণ থানায় এলে তাঁর ওপর গুরুতর শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন জানান, সঞ্জীবের ওপর মরিচগুঁড়া ব্যবহার করে নির্যাতন করা হয়েছে।

ইন্ডিয়া টুডে কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের ভোট চলাকালীন মোরান ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে এই ঘটনার সূত্রপাত। নির্বাচনের পরদিন ওই তরুণকে থানায় ডাকা হয়েছিল বলে জানা গেছে। এ সময় তাঁর নামে একটি মামলাও দেওয়া হয়।

সঞ্জীব মোরান বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনা এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে। আজ রোববার (৪ মে) অসংখ্য মানুষ বর্দুমসা থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা জড়িত কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা আইন প্রয়োগকারী কর্মীদের এই আচরণকে ‘অমানবিক ও বর্বর’ বলে নিন্দা করেছেন এবং বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ বা বিক্ষোভকারীদের দাবি সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত