Ajker Patrika

মুখ্যমন্ত্রিত্ব ধরে রেখেই রোববার বিজেপিতে ভিড়ছেন ‘পল্টু কুমার’ নিতীশ 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০: ২৮
মুখ্যমন্ত্রিত্ব ধরে রেখেই রোববার বিজেপিতে ভিড়ছেন ‘পল্টু কুমার’ নিতীশ 

বিহারের রাজনীতিতে নির্ণায়কের ভূমিকায় আরও একবার অবতীর্ণ হয়েছেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। এবার বিজেপির সহায়তায় নবমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। মজার ব্যাপার হলো, বিজেপির প্রায় অর্ধেক বিধানসভা আসন নিয়েই এবারও তিনি মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখছেন। একাধিক সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার তিনি নতুন বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে পারেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নিতীশ কুমারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিষয়টি উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনের পর এই নিয়ে তৃতীয় দফা জোট বদলালেন নিতীশ। সূত্রগুলো বলছে, নিতীশের নতুন সরকারের দুই উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপি থেকে। 

নতুন সরকারের রূপরেখা নির্ধারণ করতে বিজেপি আজ রোববার বিহার থেকে নির্বাচিত লোকসভা এমপি ও বিধায়কদের বৈঠক ডেকেছে। বিহার বিজেপির প্রধান সম্রাট চৌধুরী নিতীশ কুমারের সঙ্গে নতুন জোট গড়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে বিজেপি নেতারা পর্দার পেছনে আলোচনার বিষয়ে উল্লেখযোগ্য ইঙ্গিত দিয়েছেন। 

সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার বিধায়ক দলের অধিবেশন ডেকেছেন নিতীশ কুমার। এরই মধ্যে বিহারে জেলা ম্যাজিস্ট্রেটদের ব্যাপক রদবদল চলছে। বিষয়টিকে সরকার পরিবর্তনের সঙ্গে মিলিয়ে পাঠ করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

এ ছাড়া গতকাল শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসে বিহার গভর্নরের বাসভবন রাজভবনে একাই গিয়েছিলেন নিতীশ কুমার। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী এবং জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব যাননি। বিশ্লেষকেরা বলছেন, ‘মহাগাঠবন্ধনভুক্ত’ এ দুই দলের মধ্যে একটি উত্তপ্ত বিরোধের ইঙ্গিত দেয় বিষয়টি। 
 
বিজেপির সঙ্গে নিতীশের জোট বাঁধার গুঞ্জন আরও পালে হাওয়া পেয়েছে নিতীশ কুমারের সরকারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সুশীল কুমার মোদির রহস্যময় বক্তব্যে। তিনি বলেছেন, ‘রাজনীতিতে কখনোই কোনো দরজা চিরদিনের জন্য বন্ধ থাকে না। প্রয়োজনে দরজা খোলা যেতে পারে।’ 

যাই হোক, এবার যদি নিতীশ কুমার ফের জোট বদল করেন, এটি হবে তাঁর পঞ্চম দফা জোট বদল। ২০১৩ সালের পর থেকে তিনি এরই মধ্যে একবার বিজেপি, একবার মহাগাঠবন্ধন এবং একবার ইন্ডিয়া জোটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। মজার ব্যাপার হলো, বারবার জোট বদল করলেও আসনের দিক থেকে তুলনামূলক সংখ্যালঘু হয়েই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

তবে বারবার জোট বদলের কারণে বিহারের রাজনীতিতে নিতীশ কুমারের জন্য একটি নেতিবাচক নাম দিয়েছেন স্থানীয়রা। রাজ্যের রাজনীতিতে একসময় ‘সুশাসন বাবু’ বলে পরিচিত এই মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরেই ‘পল্টু কুমার’ নামে পরিচিত হয়ে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত