Ajker Patrika

আম আদমি পার্টির জেলবন্দী মন্ত্রীর বিলাসী জীবনের ভিডিও ফাঁস

কলকাতা প্রতিনিধি
আম আদমি পার্টির জেলবন্দী মন্ত্রীর বিলাসী জীবনের ভিডিও ফাঁস

দিল্লির হাইভোল্টেজ করপোরেশন নির্বাচনের আগে আবারও ভিডিও বোমা ফাটাল বিজেপি। এবারের টার্গেট দিল্লিতে ক্ষমতাসীন কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।

অর্থ পাচারের অভিযোগে তিহার জেলে বন্দী দিল্লির আম আদমি পার্টি (এএপি) সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিলাসিতার ভিডিও আগেই প্রকাশ করেছিল বিজেপি। সেই ভিডিও থেকে দেখা গিয়েছিল, জেলের ভেতর মন্ত্রী সত্যেন্দ্র জৈনের শরীর ও পা ম্যাসাজ চলছে। এবারের ভিডিওতে দেখা গেল, এখনো বিলাসী জীবন চালিয়ে যাচ্ছেন তিনি। বিজেপির প্রকাশ করা ওই ভিডিওতে দেখা গেছে তিহার জেলের সুপারের সঙ্গে শুয়ে শুয়ে খোশ গল্পে মেতে উঠেছেন জেলবন্দী মন্ত্রী।

ভিডিওতে দলীয় নেতার এমন বিলাসী বন্দী জীবনের বিষয়টি ফাঁস হলেও এএপির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, ‘জেলের ম্যানুয়াল মেনেই সুবিধা পাচ্ছেন সত্যেন্দ্র।’ একই সঙ্গে তাঁর দাবি, বিজেপির ১০টি ভিডিও বনাম তাঁদের ১০ অঙ্গীকার নিয়ে মানুষ ৪ ডিসেম্বর ভোটের দিনই জবাব দেবেন।

তবে ভিডিও প্রকাশ্যে আসার পর ডিজি (প্রিজন) সন্দীপ গোয়েলসহ ১২ জনকে বদলি করা হয়েছে। এএপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত