ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক দলিত তরুণীকে পাঁচ বছরে ৬৪ জন একাধিকবার ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। ১৩ বছর বয়স থেকে তাঁকে ধর্ষণ শুরু করে নরপিশাচরা। বর্তমানে ওই তরুণীর বয়স ১৮ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা ১৭ থেকে ৪৭ বছর বয়সী। এদের মধ্যে তরুণীর প্রতিবেশী, ক্রীড়া কোচ এবং তার বাবার বন্ধুরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং জনসমক্ষে কোনো বক্তব্য দেয়নি।
সরকারি এক প্রকল্পের অধীনে কাউন্সেলরদের একটি দল তরুণীর বাড়িতে গেলে তিনি এই নির্যাতনের কথা জানান।
ভারতের বিভিন্ন অপরাধবিরোধী আইন এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে পুলিশ এ ঘটনায় প্রায় ১৮টি মামলা করেছে। এই আইন বিশেষত ভারতের নিম্নবর্ণ এবং উপজাতিদের বিরুদ্ধে অপরাধ দমনে করা হয়।
ভারতের হিন্দু বর্ণপ্রথার নিচের স্তরে থাকা দলিতরা দীর্ঘদিন ধরে ব্যাপক বৈষম্যের শিকার। তাদের সুরক্ষায় আইন থাকলেও এর অপব্যবহার অব্যাহত রয়েছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা নন্দকুমার এস বিবিসি হিন্দিকে জানিয়েছেন, যেহেতু নির্যাতনের ঘটনাগুলো ভুক্তভোগী নাবালিকা অবস্থায় ঘটেছে, তাই শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনের (পকসো) অধীনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্যাতনের ঘটনায় আরও বিস্তারিতভাবে তদন্ত চলছে এবং এ ঘটনায় আরও মামলা হতে পারে। ২৫ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
তদন্তে জানা গেছে, ১৩ বছর বয়স থেকে মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন শুরু হয়। প্রতিবেশী এক ব্যক্তি প্রথমে তাঁকে যৌন হয়রানি করে এবং তাঁর কিছু আপত্তিকর ছবি তোলে। এরপর ১৬ বছর বয়সে প্রতিবেশী আবার তাঁকে যৌন নির্যাতন করে এবং ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়। এরপর থেকেই একাধিক ব্যক্তি তাঁকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে।
জেলার শিশু সুরক্ষা কমিটির (সিডব্লিউসি) প্রধান এক আইনজীবী ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ভুক্তভোগী তরুণী খেলোয়াড় ছিলেন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন। এসব ক্ষেত্রেও তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত পাঁচ বছরে মেয়েটিকে তিনবার গণধর্ষণ করা হয়েছে। অভিযুক্তরা তরুণীর বাবার মোবাইলে ফোন করত। এখন সেই ফোনের ডেটা ব্যবহার করে তাদের চিহ্নিত করা হচ্ছে।
তরুণীর পরিবার এ ঘটনা সম্পর্কে কিছুই জানত না।
গত মাসে কাউন্সেলরদের একটি দল তরুণীর বাড়িতে গিয়ে এ ঘটনা সম্পর্কে জানতে পারে। এরপর কাউন্সেলররা সিডব্লিউসিকে ঘটনাটি জানান এবং তরুণীকে তাঁর মায়ের সঙ্গে কমিটির সামনে হাজির হতে বলা হয়।
সিডব্লিউসির প্রধান ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তরুণীকে কাউন্সেলিং দেওয়া হয়েছে এবং একজন মনোবিজ্ঞানীর কাছে তিনি যৌন নির্যাতনের বিস্তারিত খুলে বলেছেন।
ভুক্তভোগী তরুণীকে সিডব্লিউসির সঙ্গে যুক্ত একটি সুরক্ষা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
তরুণীর অভিযোগ ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি এক নারী পুলিশ কর্মকর্তার কাছে নির্যাতনের বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবেন বলে জানা গেছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক দলিত তরুণীকে পাঁচ বছরে ৬৪ জন একাধিকবার ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। ১৩ বছর বয়স থেকে তাঁকে ধর্ষণ শুরু করে নরপিশাচরা। বর্তমানে ওই তরুণীর বয়স ১৮ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা ১৭ থেকে ৪৭ বছর বয়সী। এদের মধ্যে তরুণীর প্রতিবেশী, ক্রীড়া কোচ এবং তার বাবার বন্ধুরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং জনসমক্ষে কোনো বক্তব্য দেয়নি।
সরকারি এক প্রকল্পের অধীনে কাউন্সেলরদের একটি দল তরুণীর বাড়িতে গেলে তিনি এই নির্যাতনের কথা জানান।
ভারতের বিভিন্ন অপরাধবিরোধী আইন এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে পুলিশ এ ঘটনায় প্রায় ১৮টি মামলা করেছে। এই আইন বিশেষত ভারতের নিম্নবর্ণ এবং উপজাতিদের বিরুদ্ধে অপরাধ দমনে করা হয়।
ভারতের হিন্দু বর্ণপ্রথার নিচের স্তরে থাকা দলিতরা দীর্ঘদিন ধরে ব্যাপক বৈষম্যের শিকার। তাদের সুরক্ষায় আইন থাকলেও এর অপব্যবহার অব্যাহত রয়েছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা নন্দকুমার এস বিবিসি হিন্দিকে জানিয়েছেন, যেহেতু নির্যাতনের ঘটনাগুলো ভুক্তভোগী নাবালিকা অবস্থায় ঘটেছে, তাই শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনের (পকসো) অধীনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্যাতনের ঘটনায় আরও বিস্তারিতভাবে তদন্ত চলছে এবং এ ঘটনায় আরও মামলা হতে পারে। ২৫ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
তদন্তে জানা গেছে, ১৩ বছর বয়স থেকে মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন শুরু হয়। প্রতিবেশী এক ব্যক্তি প্রথমে তাঁকে যৌন হয়রানি করে এবং তাঁর কিছু আপত্তিকর ছবি তোলে। এরপর ১৬ বছর বয়সে প্রতিবেশী আবার তাঁকে যৌন নির্যাতন করে এবং ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়। এরপর থেকেই একাধিক ব্যক্তি তাঁকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে।
জেলার শিশু সুরক্ষা কমিটির (সিডব্লিউসি) প্রধান এক আইনজীবী ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ভুক্তভোগী তরুণী খেলোয়াড় ছিলেন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন। এসব ক্ষেত্রেও তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত পাঁচ বছরে মেয়েটিকে তিনবার গণধর্ষণ করা হয়েছে। অভিযুক্তরা তরুণীর বাবার মোবাইলে ফোন করত। এখন সেই ফোনের ডেটা ব্যবহার করে তাদের চিহ্নিত করা হচ্ছে।
তরুণীর পরিবার এ ঘটনা সম্পর্কে কিছুই জানত না।
গত মাসে কাউন্সেলরদের একটি দল তরুণীর বাড়িতে গিয়ে এ ঘটনা সম্পর্কে জানতে পারে। এরপর কাউন্সেলররা সিডব্লিউসিকে ঘটনাটি জানান এবং তরুণীকে তাঁর মায়ের সঙ্গে কমিটির সামনে হাজির হতে বলা হয়।
সিডব্লিউসির প্রধান ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তরুণীকে কাউন্সেলিং দেওয়া হয়েছে এবং একজন মনোবিজ্ঞানীর কাছে তিনি যৌন নির্যাতনের বিস্তারিত খুলে বলেছেন।
ভুক্তভোগী তরুণীকে সিডব্লিউসির সঙ্গে যুক্ত একটি সুরক্ষা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
তরুণীর অভিযোগ ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি এক নারী পুলিশ কর্মকর্তার কাছে নির্যাতনের বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবেন বলে জানা গেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
১ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
২ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৩ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৪ ঘণ্টা আগে