Ajker Patrika

সীমান্তে উত্তেজনার মধ্যে কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ৩ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২৫, ১৬: ২৫
বহর থেকে একটি গাড়ি খাদে পড়ে যায়। ছবি: পিটিআইয়ের সৌজন্যে
বহর থেকে একটি গাড়ি খাদে পড়ে যায়। ছবি: পিটিআইয়ের সৌজন্যে

সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে তিন সেনাসদস্য নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত সেনারা হলেন অমিত কুমার, সুজিৎ কুমার ও মন বাহাদুর।

ওই ঘটনার ভিডিওতে ৭০০ ফুট গভীর খাদে দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। সেনাদের মরদেহ, তাঁদের জিনিসপত্র ও কিছু কাগজপত্র দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।

সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, সেনাসদস্যদের বহনকারী একটি গাড়িবহর জাতীয় সড়ক ৪৪ ধরে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত