ভারতের তিহার জেলে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেত্রী অতীশি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আম আদমি নেত্রী দাবি করেন, কেজরিওয়াল একজন টাইপ টু ডায়াবেটিস রোগী। বারবার অনুরোধ করার পরও তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। তবে এর আগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) দাবি করেছে, কেজরিওয়াল নিজেই তাঁর শরীর খারাপ করার চেষ্টা করছেন এবং জেলের ভেতরে আম এবং প্রচুর মিষ্টি খাচ্ছেন।
এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর মাধ্যমে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে কেজরিওয়ালের একটি অনুরোধের বিরোধিতা করার কয়েক ঘণ্টা পর তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করে আম আদমি পার্টি। দলের নেতা অতীশি বলেন, যদি বিজেপি তিন মাসের মধ্যে (লোকসভা নির্বাচন) অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করতে না পারে, তবে তাঁকে জেলে রেখে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সবাই জানে অরবিন্দ কেজরিওয়াল একজন গুরুতর ডায়াবেটিসের রোগী। তিনি ৩০ বছর ধরে ভুগছেন। চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তিনি প্রতিদিন ৫৪ ইউনিট ইনসুলিন গ্রহণ করেন।’
মাত্রাতিরিক্ত ডায়াবেটিসের কারণেই আদালত কেজরিওয়ালকে বাড়িতে রান্না করা এবং ডাক্তারের নির্দেশিত খাবার খেতে দেয় বলেও জানান অতীশি। তিনি বলেন, ‘কিন্তু আজ ভারতীয় জনতা পার্টি, তার সহযোগী সংস্থার (ইডি) মাধ্যমে কেজরিওয়ালজির স্বাস্থ্য নষ্ট করার চেষ্টা করছে।’
কেজরিওয়ালের বেশি আম এবং মিষ্টি খাওয়া নিয়ে ইডি মিথ্যা বলেছে বলেও দাবি করেন অতীশি। আজ দুপুরে আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে আম ও মিষ্টি খাওয়ার অভিযোগ করে ইডি। সংস্থাটি দাবি করে—কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবে বেশি করে আম খাচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত চিনি দিয়ে চা এবং মিষ্টিও খাচ্ছেন।
আজ ব্লাড সুগার লেভেল নিয়মিত পরীক্ষা করে দেখার আরজি নিয়ে দিল্লির একটি নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। চিকিৎসকের সঙ্গে নিয়মিত পরামর্শ করার সুযোগ দিতেও অনুরোধ করেছিলেন তিনি। মামলার শুনানি চলার সময় ইডির বিশেষ কৌঁসুলি জোহেব হোসেন উঠে দাঁড়িয়ে দাবি করেন, নিজের ব্লাড সুগারের মাত্রায় তারতম্য ঘটছে, এমনটা দেখিয়েই জামিন নিশ্চিত করতে চাইছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার কেজরিওয়াল।
ভারতের তিহার জেলে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেত্রী অতীশি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আম আদমি নেত্রী দাবি করেন, কেজরিওয়াল একজন টাইপ টু ডায়াবেটিস রোগী। বারবার অনুরোধ করার পরও তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। তবে এর আগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) দাবি করেছে, কেজরিওয়াল নিজেই তাঁর শরীর খারাপ করার চেষ্টা করছেন এবং জেলের ভেতরে আম এবং প্রচুর মিষ্টি খাচ্ছেন।
এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর মাধ্যমে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে কেজরিওয়ালের একটি অনুরোধের বিরোধিতা করার কয়েক ঘণ্টা পর তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করে আম আদমি পার্টি। দলের নেতা অতীশি বলেন, যদি বিজেপি তিন মাসের মধ্যে (লোকসভা নির্বাচন) অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করতে না পারে, তবে তাঁকে জেলে রেখে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সবাই জানে অরবিন্দ কেজরিওয়াল একজন গুরুতর ডায়াবেটিসের রোগী। তিনি ৩০ বছর ধরে ভুগছেন। চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তিনি প্রতিদিন ৫৪ ইউনিট ইনসুলিন গ্রহণ করেন।’
মাত্রাতিরিক্ত ডায়াবেটিসের কারণেই আদালত কেজরিওয়ালকে বাড়িতে রান্না করা এবং ডাক্তারের নির্দেশিত খাবার খেতে দেয় বলেও জানান অতীশি। তিনি বলেন, ‘কিন্তু আজ ভারতীয় জনতা পার্টি, তার সহযোগী সংস্থার (ইডি) মাধ্যমে কেজরিওয়ালজির স্বাস্থ্য নষ্ট করার চেষ্টা করছে।’
কেজরিওয়ালের বেশি আম এবং মিষ্টি খাওয়া নিয়ে ইডি মিথ্যা বলেছে বলেও দাবি করেন অতীশি। আজ দুপুরে আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে আম ও মিষ্টি খাওয়ার অভিযোগ করে ইডি। সংস্থাটি দাবি করে—কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবে বেশি করে আম খাচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত চিনি দিয়ে চা এবং মিষ্টিও খাচ্ছেন।
আজ ব্লাড সুগার লেভেল নিয়মিত পরীক্ষা করে দেখার আরজি নিয়ে দিল্লির একটি নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। চিকিৎসকের সঙ্গে নিয়মিত পরামর্শ করার সুযোগ দিতেও অনুরোধ করেছিলেন তিনি। মামলার শুনানি চলার সময় ইডির বিশেষ কৌঁসুলি জোহেব হোসেন উঠে দাঁড়িয়ে দাবি করেন, নিজের ব্লাড সুগারের মাত্রায় তারতম্য ঘটছে, এমনটা দেখিয়েই জামিন নিশ্চিত করতে চাইছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার কেজরিওয়াল।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার উপত্যকাজুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যার মধ্যে সাত জন নিহত হয়েছে উপত্যকার দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
৩ মিনিট আগেভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ইইউ কর্মকর্তাদের এই আহ্বান জানান তিনি। মূলত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের কৌশলের অংশ হিসেবে এমন অনুরোধ জানান
৩৪ মিনিট আগেকাঠমান্ডুতে মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগের ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেশজুড়ে আন্দোলনের মুখে কেপি শর্মা অলি সরকারের পতনের পর হিমালয়ের পাদদেশের এই দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেআকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড। আজ বুধবার, এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে অপারেশনাল কমান্ড অব দ্য পোলিশ আর্মড ফোর্সেস।
২ ঘণ্টা আগে