Ajker Patrika

উত্তরাখণ্ডে উপনির্বাচনে জিতলেন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১৭: ৫৬
উত্তরাখণ্ডে উপনির্বাচনে জিতলেন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি

ভারতের উত্তরাখণ্ডের উপনির্বাচনে জিতেছেন রাজ্যের মুখমন্ত্রী পুষ্কর ধামি। ভারতের তিনটি রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আজ শুক্রবার। বাকি দুই রাজ্যের পরিবর্তে সবার নজর ছিল উত্তরাখণ্ডের দিকে।

উত্তরাখণ্ডের চম্বাবত আসনে কোনো ‘আপসেটের’ জন্ম না দিয়েই জিতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিজেপির এই নেতা প্রায় ৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। এদিকে বাকি দুই বিধানসভার আসনের উপনির্বাচনে কেরালায় জয় পেয়েছে কংগ্রেস এবং উড়িষ্যায় জিতেছে ক্ষমতাসীন বিজু জনতা দল।

তিনটি কেন্দ্রের মধ্যে কেবল কংগ্রেসই বিরোধী দল হিসেবে কেরালায় জয় পেয়েছে। উড়িষ্যায় শাসক দল বিজেডি এবং উত্তরাখণ্ডে বিজেপি অনায়াস জয় পেয়েছে। উপনির্বাচনে বিরোধীদের জয় অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ১৪০ সদস্যের কেরালা বিধানসভায় বাম দলগুলোর আসনসংখ্যা ৯৯ এবং কংগ্রেস জোটের আসন ৪১।

এদিকে, পুষ্কর ধামি জয়লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে মোদি লিখেছেন, ‘চম্পাবত আসনে জয়লাভ করায় উত্তরাখণ্ডের শক্তিমান মুখ্যমন্ত্রীকে অভিনন্দন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত