দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি ছোট শহর ওখলা। এই শহরটিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করছেন বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার দিল্লির মঙ্গলপুরীতে একটি সমাবেশে এই কথা বলেন বিজেপি নেতা যোগী আদিত্য নাথ।
যোগী বলেন, ‘ওখলায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন করতে দিয়ে ‘‘পাপ’’ করছে আম আদমি পার্টি। এর ফলে, দিল্লির নাগরিক সুবিধা ও অবকাঠামো অবস্থা ভেঙে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘উন্নত সুযোগ-সুবিধার জন্য দিল্লির মানুষ এখন উত্তর প্রদেশের নয়ডা ও গাজিয়াবাদে বসতি স্থাপন করছেন। এই ভঙ্গুর অবস্থার দায় আম আদমি পার্টির।’
যমুনার দূষণ নিয়েও আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন যোগী আদিত্য নাথ। তিনি অভিযোগ করে বলেন, ‘আজ আমি গাজিয়াবাদ থেকে দিল্লি আসার পথে যমুনা নদীর পাশ দিয়ে এসেছি। যমুনা একসময় আমাদের সবার জন্য একটি বিশ্বাসের প্রতীক ছিল। অথচ আজ সেখান থেকে নর্দমার দুর্গন্ধ আসছিল। যারা আম আদমি পার্টির এই পাপের ফল ভোগ করেছেন, তারা শিগগিরই এর থেকে মুক্তি পাবেন এবং মুক্তির একমাত্র উপায় হলো ৫ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে বিজেপিকে জয়ী করা।’
তিনি প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালে স্নানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদের যদি নৈতিক সাহস থাকত, তাহলে আম আদমি পার্টি সরকারের মন্ত্রীদের সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিতেন।’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।
আম আদমি পার্টি দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে দলটি যথাক্রমে ৬৭ ও ৬২ আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, বিজেপি গত দুই নির্বাচনে যথাক্রমে তিনটি ও আটটি আসনে জয়ী হয়।
দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি ছোট শহর ওখলা। এই শহরটিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করছেন বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার দিল্লির মঙ্গলপুরীতে একটি সমাবেশে এই কথা বলেন বিজেপি নেতা যোগী আদিত্য নাথ।
যোগী বলেন, ‘ওখলায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন করতে দিয়ে ‘‘পাপ’’ করছে আম আদমি পার্টি। এর ফলে, দিল্লির নাগরিক সুবিধা ও অবকাঠামো অবস্থা ভেঙে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘উন্নত সুযোগ-সুবিধার জন্য দিল্লির মানুষ এখন উত্তর প্রদেশের নয়ডা ও গাজিয়াবাদে বসতি স্থাপন করছেন। এই ভঙ্গুর অবস্থার দায় আম আদমি পার্টির।’
যমুনার দূষণ নিয়েও আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন যোগী আদিত্য নাথ। তিনি অভিযোগ করে বলেন, ‘আজ আমি গাজিয়াবাদ থেকে দিল্লি আসার পথে যমুনা নদীর পাশ দিয়ে এসেছি। যমুনা একসময় আমাদের সবার জন্য একটি বিশ্বাসের প্রতীক ছিল। অথচ আজ সেখান থেকে নর্দমার দুর্গন্ধ আসছিল। যারা আম আদমি পার্টির এই পাপের ফল ভোগ করেছেন, তারা শিগগিরই এর থেকে মুক্তি পাবেন এবং মুক্তির একমাত্র উপায় হলো ৫ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে বিজেপিকে জয়ী করা।’
তিনি প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালে স্নানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদের যদি নৈতিক সাহস থাকত, তাহলে আম আদমি পার্টি সরকারের মন্ত্রীদের সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিতেন।’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।
আম আদমি পার্টি দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে দলটি যথাক্রমে ৬৭ ও ৬২ আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, বিজেপি গত দুই নির্বাচনে যথাক্রমে তিনটি ও আটটি আসনে জয়ী হয়।
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
১ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
১ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
১ ঘণ্টা আগে