Ajker Patrika

বিধানসভা নির্বাচন: তৃতীয়বার হরিয়ানার ক্ষমতায় বিজেপি, কাশ্মীরে কংগ্রেস জোট

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৫: ৪৬
বিধানসভা নির্বাচন: তৃতীয়বার হরিয়ানার ক্ষমতায় বিজেপি, কাশ্মীরে কংগ্রেস জোট

ভারতের হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুসারে, হরিয়ানায় তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখল বিজেপি। অন্যদিকে প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে জম্মু-কাশ্মীরের ক্ষমতা গেছে স্থানীয় ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও ভারতীয় কংগ্রেস জোটের কাছে। তবে এই জোটে কংগ্রেসের অবদান সামান্যই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, হরিয়ানা বিধানসভার ৯০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৭টি, যা ২০১৯ সালের নির্বাচনের চেয়ে সাতটি বেশি। ৩৭টি আসন নিয়ে বিরোধী দলে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

মজার ব্যাপার হলো, এই নির্বাচনে বিজেপির আসনসংখ্যা বেশি হলেও মোট ভোটের বিবেচনায় এগিয়ে কংগ্রেস। দলটি মোট ৪১ শতাংশ ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে ৩৯ দশমিক ১৬ শতাংশ ভোট। অন্যান্য দলগুলোর মধ্যে ইন্ডিয়ান লোক দলের জোট পেয়েছে দুটি আসন।

অন্যদিকে, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৯০ আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট পেয়েছে ৪৯টি। এর মধ্যে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৪২টি, কংগ্রেস পেয়েছে ৬টি, কমিউনিস্ট পার্টি (মার্কস) পেয়েছে একটি আসন। প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে ২৯টি আসন। বাকি আসনগুলো অন্যান্য দল পেয়েছে।

এদিকে, ন্যাশনাল কনফারেন্স সবচেয়ে বেশি আসন পেলেও ভোটের সংখ্যায় বিজেপি এগিয়ে। দলটি মোট ভোট পেয়েছে প্রায় ২৭ শতাংশ। বিপরীতে ন্যাশনাল কনফারেন্স পেয়েছে প্রায় সাড়ে ২৩ শতাংশ। ন্যাশনাল কনফারেন্সের জোটসঙ্গী কংগ্রেস পেয়েছে প্রায় ১২ শতাংশ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত