Ajker Patrika

শুধু সরকারের সমালোচনা করলেই সাংবাদিক গ্রেপ্তার করা যাবে না

আপডেট : ০৪ জুন ২০২১, ১৩: ৫৫
শুধু সরকারের সমালোচনা করলেই সাংবাদিক গ্রেপ্তার করা যাবে না

ঢাকা: শুধুমাত্র সরকার বা প্রতিষ্ঠানের কঠোর সমালোচনা করার জন্য কোনো সাংবাদিককে রাষ্ট্রদ্রোহ অভিযোগে গ্রেপ্তার করা যাবে না, যদি না লেখক সরকারের বিরুদ্ধে সহিংসতা ও সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ায়। মুক্তমনা বক্তৃতা ও গণমাধ্যমের স্বাধীনতার আদেশের গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন।

গত বছর লকডাউনে প্রবাসী শ্রমিকদের দুর্দশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে সাংবাদিক বিনোদ দুয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই অভিযোগে হিমাচল পুলিশ একটি অভিযোগ দায়ের করে। এই মামলায় বিচারক ইউ ইউ ললিত ও বিনীত সরান রাষ্ট্রদ্রোহের এই মামলা খারিজ করে এই রায় দিয়েছেন। দুয়ার বিরুদ্ধে করা বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর না করার কথাও বলেছেন।

আদালত বলেন, বিনোদ দুয়ারের প্রকাশিত ভিডিও দুর্যোগ ব্যবস্থাপনা আইন বা আইপিসির কোনো ধারায় অপরাধ হিসাবে চিহ্নিত হয়নি।

১০ বছরের অভিজ্ঞতা থাকা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার বিষয়ে সুপ্রিম কোর্টের প্রতি দুয়ারের আরেকটি আবেদন ছিল। তবে আদালত তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে। খারিজ করে বিচারকেরা বলেন, এমন নির্দেশনা আইনি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে।

আদালত বলেন, একজন নাগরিকের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, যতক্ষণ না তিনি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে মানুষকে সহিংসতার প্ররোচনা না করেন বা জনসাধারণের ব্যাধির সৃষ্টি না করেন। আর সরকারের বিরুদ্ধে সমালোচনা মানে উন্নয়নের পথ বাতলে দেওয়া। এটা আইন ভাঙা নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত