চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপাটনা থানার পুলিশ।
ওডিশার সম্প্রচারমাধ্যম ওডিশা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ১০ নভেম্বর তাকে উদ্ধার করে মধুপাটনা পুলিশ। কিশোরীটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মধুপাটনা পুলিশ তার বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই কিশোরীর কাছে কোনো নথিপত্র পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে এ ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজ্যে মানব পাচার নিয়ে উদ্বেগ বেড়েছে। কিশোরীর অভিযোগ, ফেসবুকে পরিচিত এক ব্যক্তি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে। তার বক্তব্য অনুসারে, প্রথমে তাকে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে ওডিশার রাজধানী ভুবনেশ্বর হয়ে কটকে আনা হয় এবং তাকে একটি ম্যাসাজ পারলারে বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হয়।
মধুপাটনা পুলিশ তাকে কটকের লিংক রোড এলাকায় একা পায় এবং স্থানীয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) তত্ত্বাবধানে রাখে। এ ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে। কিশোরীটির কাছে কোনো পরিচয়পত্র না থাকায় তার জাতীয়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান প্রমোদ আচার্য বলেন, ‘মধুপাটনা পুলিশ ১০ নভেম্বর মেয়েটিকে উদ্ধার করে আমাদের কাছে আনে। আমরা জানতে পারি, সে একজন বাংলাদেশি। তবে তার কাছে কোনো পরিচয়পত্র বা ভ্রমণসংক্রান্ত নথি নেই।’
প্রমোদ আচার্য আরও বলেন, ‘গত আগস্ট-সেপ্টেম্বর মাসে তার পরিবারের আর্থিক প্রয়োজনের কারণে তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে কলকাতায় আনা হয়। এরপর ভুবনেশ্বর এবং পরে কটকে নিয়ে গিয়ে তাকে অবৈধভাবে ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। তদন্ত চলছে, আমরা চেষ্টা করছি তাকে তার দেশে ফিরিয়ে দেওয়ার। এ বিষয়ে আমরা ডিসিপির সঙ্গে যোগাযোগ করেছি।’
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপাটনা থানার পুলিশ।
ওডিশার সম্প্রচারমাধ্যম ওডিশা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ১০ নভেম্বর তাকে উদ্ধার করে মধুপাটনা পুলিশ। কিশোরীটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মধুপাটনা পুলিশ তার বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই কিশোরীর কাছে কোনো নথিপত্র পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে এ ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজ্যে মানব পাচার নিয়ে উদ্বেগ বেড়েছে। কিশোরীর অভিযোগ, ফেসবুকে পরিচিত এক ব্যক্তি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে। তার বক্তব্য অনুসারে, প্রথমে তাকে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে ওডিশার রাজধানী ভুবনেশ্বর হয়ে কটকে আনা হয় এবং তাকে একটি ম্যাসাজ পারলারে বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হয়।
মধুপাটনা পুলিশ তাকে কটকের লিংক রোড এলাকায় একা পায় এবং স্থানীয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) তত্ত্বাবধানে রাখে। এ ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে। কিশোরীটির কাছে কোনো পরিচয়পত্র না থাকায় তার জাতীয়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান প্রমোদ আচার্য বলেন, ‘মধুপাটনা পুলিশ ১০ নভেম্বর মেয়েটিকে উদ্ধার করে আমাদের কাছে আনে। আমরা জানতে পারি, সে একজন বাংলাদেশি। তবে তার কাছে কোনো পরিচয়পত্র বা ভ্রমণসংক্রান্ত নথি নেই।’
প্রমোদ আচার্য আরও বলেন, ‘গত আগস্ট-সেপ্টেম্বর মাসে তার পরিবারের আর্থিক প্রয়োজনের কারণে তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে কলকাতায় আনা হয়। এরপর ভুবনেশ্বর এবং পরে কটকে নিয়ে গিয়ে তাকে অবৈধভাবে ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। তদন্ত চলছে, আমরা চেষ্টা করছি তাকে তার দেশে ফিরিয়ে দেওয়ার। এ বিষয়ে আমরা ডিসিপির সঙ্গে যোগাযোগ করেছি।’
ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং কোচ সঞ্জয় বঙ্গারের সন্তান অনন্যা বঙ্গার। সম্প্রতি এক সাক্ষাৎকারের ক্রিকেটারদের আচরণ নিয়ে একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি নিজেও এক সময় ক্রিকেট খেলেছেন। তাঁর অভিযোগ, অনেক ক্রিকেটার তাঁকে মোবাইলে ন্যুড ছবি পাঠাতেন!
১৯ মিনিট আগেগাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পেলে সব জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। তবে কেবল যুদ্ধ শেষ করার নিশ্চয়তা দিলেই হবে না, ইসরায়েলি কারাগারে বন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকেও মুক্তি দিতে হবে। এমনটাই জানিয়েছেন হামাসের গাজা অঞ্চলের প্রধান খলিল আল-হাইয়া।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি চালানো তরুণ কট্টর রক্ষণশীল বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র রিড সেবোল্ড সিএনএনকে বলেছেন, তিনি সন্দেহভাজন বন্দুকধারী ফিনিক্স ইকনারকে চিনতেন। কয়েক বছর আগে একটি অতিরিক্ত পাঠ্যক্রমিক রাজনৈতিক ক্লাবে তাঁর সঙ্গে দেখা...
১ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েই ইউক্রেনের বিরল খনিজের ওপর নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি একটি চুক্তিরও দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ওয়াশিংটন ও কিয়েভ। যদিও নানা কারণে সেই চুক্তি এখনো হয়নি। তবে যুক্তরাষ্ট্র কেবল ইউক্রেনের খনিজে নজর দিয়েই ক্ষান্ত হয়নি। এবার দেশটি নজর দিয়েছে...
১ ঘণ্টা আগে