Ajker Patrika

কর্ণাটকে কট্টর বজরং দলের নেতা খুন, উত্তপ্ত রাজ্য

কলকাতা প্রতিনিধি
কর্ণাটকে কট্টর বজরং দলের নেতা খুন, উত্তপ্ত রাজ্য

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্কের মধ্যেই শুরু হল নতুন মাত্রা। রাজ্যের কট্টর রাজনৈতিক দল ‘বজরং দল’-এর এক সদস্যকে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা। ২৬ বছর বয়েসি হার্ষা পেশায় একজন দরজি ও বজরং দলের একজন সদস্য। রোববার দিবাগত রাত ৯টার দিকে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। 

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। হার্ষাকে হত্যার পরপরই কর্ণাটকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগও করা হয়। পরিস্থিতি ঠান্ডা রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১৪৪ ধারা জারিসহ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। 

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অর্গ জ্ঞানেন্দ্র বলেছেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে হিজাব বিতর্কের কোনো সম্পর্ক নেই।’ 

মুখ্যমন্ত্রী বাসবরাজের দাবি, পুলিশ অপরাধীদের বিষয়ে ক্লু পেয়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণের কাছে অনুরোধ রাখেন তিনি। তবে তাঁর মন্ত্রিসভারই সদস্য কেএস ঈশ্বরাপ্পা মন্তব্য করেছেন, ‘মুসলিম দুর্বৃত্তরা রবিবার খুন করেছে শিবামোগা শহরের সিগেহাট্টির পেশায় দর্জি বজরং দলের যুবনেতা ২৬ বছরের হার্ষাকে।’ তবে গোটা ঘটনার জন্য রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত