ভারতের বেঙ্গালুরুর আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল যাত্রীবাহী দুটি বিমান। দুটি বিমানই ইনডিগো এয়ারলাইনসের। প্রথম বিমানটি বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫। আর দ্বিতীয় বিমানটি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬। আর কয়েক সেকেন্ড গেলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষ মুহূর্তে পাইলটদের দক্ষতায় প্রাণে বাঁচেন চার শতাধিক যাত্রী।
গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই বিমানে মোট ৪২৬ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫ বিমানে ছিলেন ১৭৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু। আর বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬ বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী এবং ছয়জন ক্রু।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জানুয়ারির এ ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর বিরুদ্ধে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।
‘এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া’র তরফে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও ডিজিসিএর প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চার বছর আগে কলকাতা বিমানবন্দরের আকাশেও মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল ইনডিগোর দুটি বিমান।
ভারতের বেঙ্গালুরুর আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল যাত্রীবাহী দুটি বিমান। দুটি বিমানই ইনডিগো এয়ারলাইনসের। প্রথম বিমানটি বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫। আর দ্বিতীয় বিমানটি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬। আর কয়েক সেকেন্ড গেলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষ মুহূর্তে পাইলটদের দক্ষতায় প্রাণে বাঁচেন চার শতাধিক যাত্রী।
গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই বিমানে মোট ৪২৬ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরু-কলকাতা ৬-ই ৪৫৫ বিমানে ছিলেন ১৭৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু। আর বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই ২৪৬ বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী এবং ছয়জন ক্রু।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জানুয়ারির এ ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর বিরুদ্ধে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।
‘এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া’র তরফে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও ডিজিসিএর প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চার বছর আগে কলকাতা বিমানবন্দরের আকাশেও মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল ইনডিগোর দুটি বিমান।
আগামী চার দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনার সম্ভাব্য ভেন্যু তুরস্কের ইস্তাম্বুল। গতকাল শনিবার, রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন খোদ পুতিন। জানান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাশিয়া প্রস্তুত।
১ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি অবরোধের কারণে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। অঞ্চলটিতে দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর ফলে, অঞ্চলটির ৬৫ হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের তথ্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আজ শনিবার রাতে বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ভারত সরকারের একটি সূত্র অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
১০ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে...
১১ ঘণ্টা আগে