Ajker Patrika

হিমাচলে ১৫ কিলোমিটার যানজটে নাকাল শত শত পর্যটক

হিমাচলে ১৫ কিলোমিটার যানজটে নাকাল শত শত পর্যটক

ভারতের হিমাচল রাজ্যে ভয়াবহ যানজটে আটকা পড়েছেন শত শত পর্যটক। রাজ্যের মান্দি ও কুল্লু সংযোগ সড়কে কমপক্ষে ১৫ কিলোমিটার যানজটে আটকা পড়েছে মানুষ। এর মধ্যে বেশিরভাগই পর্যটক। আশেপাশে কোনো হোটেল বা রিসোর্ট কিছুই নেই। কতক্ষণ তাঁদের এভাবে আটকা থাকতে হবে তা কেউ জানেন না।

পার্বত্য এই রাজ্যে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে গতকাল রোববার সন্ধ্যা থেকে মহাসড়কটি অবরুদ্ধ হয়ে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তা থেকে ভারী পাথর সরাতে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, সাত-আট ঘণ্টা পরই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভির স্থানীয় প্রতিনিধিরা জানান, মান্ডি এবং সুন্দরনগরের মধ্যে একাধিক স্থানে ভূমিধস হয়েছে। এখানে কমপক্ষে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট বেঁধেছে। পর্যটকদের মধ্যে অনেকে সপরিবারের এসেছেন, সঙ্গে শিশু রয়েছে। কেউ পুরো বাস বুক করে রেখেছেন। হোটেল খালি পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিনিধি জানান, এই এলাকায় বিদ্যুৎ প্রকল্প এবং পর্যটন রিসোর্ট রয়েছে। কিন্তু ওইসব স্থানের সঙ্গে সংযোগকারী কোনো বিকল্প রাস্তা নেই। গতকাল বিকেল ৫টা থেকেই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত