দিল্লির মিউনিসিপ্যাল বডি (এমসিডি) নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের পর এবার পাল্টাপাল্টি ‘তকমা’ দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে দুই দল। গতকাল দুই দলের নেতারা যেভাবে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি করেছেন সে তুলনায় এই যুদ্ধকে অবশ্য অনেকে সৃজনশীলই বলছেন!
নব্বইয়ের দশকের একটি সিনেমার পোস্টার সম্পাদন করে আম আদমি পার্টির সিনিয়র নেতা অতীশি সিংকে ‘খলনায়িকা’ বলে সম্বোধন করে পোস্টার বানিয়েছে দিল্লি বিজেপি। অপর দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের কথা নকল করে বিজেপি নেতাদের ‘ব্যালট চোর, মাছায়ে শোর’ বা ‘ব্যালট চোরের বড় গলা’ বলে অভিহিত করে পোস্টার বানিয়েছে।
দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশনে (এমসিডি) ধস্তাধস্তির একদিন পরে পোস্টার যুদ্ধে নামল দুই দল। ছয় সদস্যের পৌর কমিটি নির্বাচনে আম আদমির মেয়র শেলি ওবেরয় একটি ভোটকে অবৈধ ঘোষণা করলে বিজেপি এবং এএপির সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে একে অপরকে লাথি, ঘুষি এবং ধাক্কা দেন। বিশৃঙ্খলার সময় অশোক মনু নামে একজন কাউন্সিলর জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আগামী সোমবার পর্যন্ত বডির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মেয়র বলেছেন, গতকাল ব্যালট পেপার এবং অন্যান্য নথি ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কারণে আবার ভোট হতে হবে।
ডিসেম্বরে অনুষ্ঠিত এমসিডি নির্বাচনে হেরে যাওয়া বিজেপি আজ শনিবার দাবি করেছে, কারিগরি বিশেষজ্ঞদের গণনার ভিত্তিতে নাগরিক সংস্থার স্থায়ী কমিটিতে তাঁদের তিনজন সদস্য পাওয়ার কথা। মেয়রের এটি মেনে নিয়ে ফলাফল ঘোষণা করা উচিত।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দিল্লি বিজেপির কার্যনির্বাহী সভাপতি বীরেন্দ্র সচদেবা অভিযোগ করেন, মেয়র শেলি ওবেরয় স্থায়ী কমিটির পুনর্নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’। তাঁর আশা, আগামী সোমবার মেয়র তাঁদের কথা শুনতে রাজি হবেন। তা না হলে তাঁরা আইনি উপায় খুঁজতে পারেন।
এদিকে আম আদমির বিধায়ক অতীশি গতকাল বিশৃঙ্খলার পর সাংবাদিকদের বলেন, একজন মেয়র, হাউসের প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখেন। বিজেপি সদস্যরা একমত না হলে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে তাঁরা আদালতে যেতে পারেন। কিন্তু তাঁরা সহিংসতার পথ বেছে নিয়েছেন।
দিল্লির মিউনিসিপ্যাল বডি (এমসিডি) নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের পর এবার পাল্টাপাল্টি ‘তকমা’ দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে দুই দল। গতকাল দুই দলের নেতারা যেভাবে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি করেছেন সে তুলনায় এই যুদ্ধকে অবশ্য অনেকে সৃজনশীলই বলছেন!
নব্বইয়ের দশকের একটি সিনেমার পোস্টার সম্পাদন করে আম আদমি পার্টির সিনিয়র নেতা অতীশি সিংকে ‘খলনায়িকা’ বলে সম্বোধন করে পোস্টার বানিয়েছে দিল্লি বিজেপি। অপর দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের কথা নকল করে বিজেপি নেতাদের ‘ব্যালট চোর, মাছায়ে শোর’ বা ‘ব্যালট চোরের বড় গলা’ বলে অভিহিত করে পোস্টার বানিয়েছে।
দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশনে (এমসিডি) ধস্তাধস্তির একদিন পরে পোস্টার যুদ্ধে নামল দুই দল। ছয় সদস্যের পৌর কমিটি নির্বাচনে আম আদমির মেয়র শেলি ওবেরয় একটি ভোটকে অবৈধ ঘোষণা করলে বিজেপি এবং এএপির সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে একে অপরকে লাথি, ঘুষি এবং ধাক্কা দেন। বিশৃঙ্খলার সময় অশোক মনু নামে একজন কাউন্সিলর জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আগামী সোমবার পর্যন্ত বডির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মেয়র বলেছেন, গতকাল ব্যালট পেপার এবং অন্যান্য নথি ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কারণে আবার ভোট হতে হবে।
ডিসেম্বরে অনুষ্ঠিত এমসিডি নির্বাচনে হেরে যাওয়া বিজেপি আজ শনিবার দাবি করেছে, কারিগরি বিশেষজ্ঞদের গণনার ভিত্তিতে নাগরিক সংস্থার স্থায়ী কমিটিতে তাঁদের তিনজন সদস্য পাওয়ার কথা। মেয়রের এটি মেনে নিয়ে ফলাফল ঘোষণা করা উচিত।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দিল্লি বিজেপির কার্যনির্বাহী সভাপতি বীরেন্দ্র সচদেবা অভিযোগ করেন, মেয়র শেলি ওবেরয় স্থায়ী কমিটির পুনর্নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’। তাঁর আশা, আগামী সোমবার মেয়র তাঁদের কথা শুনতে রাজি হবেন। তা না হলে তাঁরা আইনি উপায় খুঁজতে পারেন।
এদিকে আম আদমির বিধায়ক অতীশি গতকাল বিশৃঙ্খলার পর সাংবাদিকদের বলেন, একজন মেয়র, হাউসের প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখেন। বিজেপি সদস্যরা একমত না হলে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে তাঁরা আদালতে যেতে পারেন। কিন্তু তাঁরা সহিংসতার পথ বেছে নিয়েছেন।
কেবলমাত্র আর্থিক দিক থেকে বিবেচনা করলেও পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতীয় বিমানগুলোর ধরন, সংখ্যা এবং ক্ষতির প্রকৃতি সঠিক হলে একদিনেই ভারতের সামরিক সরঞ্জাম বাবদ ১ বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ প্রায় সাড়ে ৮ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগেভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অর্থাৎ, ১৮ বছর হওয়ার আগেই প্রায় ৩১ শতাংশ কিশোরী যৌন সহিংসতার শিকার হয়, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বাংলাদেশের ক্ষেত্রে এই হার ৯ দশমিক ৩ শতাংশ। ভারতে এই সহিংসতা থেকে রেহাই পায় না কিশোরেরাও। দেশটিতে অপ্রাপ্তবয়স্ক কিশোরের যৌন সহিংসতার শিকার হওয়ার হার ১৩ শতাংশ।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানো উচিত। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীকে ‘থামাতে পারবে না’ এবং তাদের মধ্যে যুদ্ধ ‘আমাদের বিষয় নয়।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য
২ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ১৯ মাসের বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে হানাদার ইসরায়েল অঞ্চলটিতে ১ লাখ টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে। যার বড় একটি অংশই এখনো অবিস্ফোরিত রয়ে গেছে। এ ছাড়া, এই সময়ে দখলদার বাহিনী ১২ হাজারের বেশি হত্যাকাণ্ড চালিয়েছে। এদিকে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষসহ
৩ ঘণ্টা আগে