আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন শুল্ক নিয়ে চাপে আছে ভারত। তবে এর মধ্যেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় একটি বড় অগ্রগতি হতে যাচ্ছে। দেশ দুটি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই চুক্তির আওতায় ৯৭টি তেজস যুদ্ধবিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১১৩টি ‘জিই-৪০৪’ ইঞ্জিন পাবে ভারত। এর আগে ৮৩টি তেজসের জন্য ৯৯টি ইঞ্জিন সরবরাহের চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল। নতুন চুক্তিটি ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আলোচনাগুলো প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চুক্তি স্বাক্ষর হতে পারে। এর ফলে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) পর্যাপ্ত ইঞ্জিন প্রাপ্তি নিশ্চিত হবে এবং দেশীয়ভাবে নির্মিত তেজস বিমানের উৎপাদনে কোনো ধরনের দেরি হবে না।
পরিকল্পনা অনুযায়ী—প্রথম ধাপে ৮৩টি বিমান ২০২৯-৩০ সালের মধ্যে তৈরি হবে এবং পরবর্তী ৯৭টি বিমান ২০৩৩-৩৪ সালের মধ্যে ভারতীয় বিমানবাহিনীর হাতে যাবে। মার্কিন কোম্পানি ‘জি-ই’ মাসে গড়ে দুটি করে ইঞ্জিন সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।
এমন এক সময়ে এই অগ্রগতি ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আবার যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ভারতের কৌশলগত সুসম্পর্কও গড়ে উঠছে। নতুন এই ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হচ্ছে।
এর পাশাপাশি, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) আরও একটি বড় চুক্তির বিষয়ে জিই-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে। প্রায় ১.৫ বিলিয়ন ডলারের ওই প্রকল্পে ২০০টি জিই-৪১৪ ইঞ্জিন কেনা হবে, যা ভবিষ্যতে আরও আধুনিক যুদ্ধবিমান তৈরিতে ব্যবহার করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চুক্তিতে ৮০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত থাকবে, যা ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় বিমানবাহিনী তাদের পুরোনো মিগ-২১ বহর পর্যায়ক্রমে অবসরে পাঠাবে। একই সঙ্গে ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে ভারত একটি দেশীয় যুদ্ধবিমান ইঞ্জিন উন্নয়ন প্রকল্পেও কাজ করছে, যা দেশটির ভবিষ্যৎ প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করবে।
মার্কিন শুল্ক নিয়ে চাপে আছে ভারত। তবে এর মধ্যেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় একটি বড় অগ্রগতি হতে যাচ্ছে। দেশ দুটি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই চুক্তির আওতায় ৯৭টি তেজস যুদ্ধবিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১১৩টি ‘জিই-৪০৪’ ইঞ্জিন পাবে ভারত। এর আগে ৮৩টি তেজসের জন্য ৯৯টি ইঞ্জিন সরবরাহের চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল। নতুন চুক্তিটি ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আলোচনাগুলো প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চুক্তি স্বাক্ষর হতে পারে। এর ফলে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) পর্যাপ্ত ইঞ্জিন প্রাপ্তি নিশ্চিত হবে এবং দেশীয়ভাবে নির্মিত তেজস বিমানের উৎপাদনে কোনো ধরনের দেরি হবে না।
পরিকল্পনা অনুযায়ী—প্রথম ধাপে ৮৩টি বিমান ২০২৯-৩০ সালের মধ্যে তৈরি হবে এবং পরবর্তী ৯৭টি বিমান ২০৩৩-৩৪ সালের মধ্যে ভারতীয় বিমানবাহিনীর হাতে যাবে। মার্কিন কোম্পানি ‘জি-ই’ মাসে গড়ে দুটি করে ইঞ্জিন সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।
এমন এক সময়ে এই অগ্রগতি ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আবার যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ভারতের কৌশলগত সুসম্পর্কও গড়ে উঠছে। নতুন এই ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হচ্ছে।
এর পাশাপাশি, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) আরও একটি বড় চুক্তির বিষয়ে জিই-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে। প্রায় ১.৫ বিলিয়ন ডলারের ওই প্রকল্পে ২০০টি জিই-৪১৪ ইঞ্জিন কেনা হবে, যা ভবিষ্যতে আরও আধুনিক যুদ্ধবিমান তৈরিতে ব্যবহার করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চুক্তিতে ৮০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত থাকবে, যা ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় বিমানবাহিনী তাদের পুরোনো মিগ-২১ বহর পর্যায়ক্রমে অবসরে পাঠাবে। একই সঙ্গে ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে ভারত একটি দেশীয় যুদ্ধবিমান ইঞ্জিন উন্নয়ন প্রকল্পেও কাজ করছে, যা দেশটির ভবিষ্যৎ প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করবে।
ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিবিসি জানিয়েছে, হামাসের কাছ থেকে ফেরত পাওয়া চারটি মৃতদেহের মধ্যে একটির পরিচয় নিয়ে ইসরায়েল দাবি করেছে—এটি গাজায় আটক কোনো জিম্মির দেহ নয়।
৩৭ মিনিট আগেপ্রায় চার দিনের সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। আজ বুধবার পাকিস্তান সময় সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
১ ঘণ্টা আগেবিজেপির টিকিটে আলিনগর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোদিভক্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি আজ বুধবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে ১২ জন প্রার্থীর মধ্যে মৈথিলী ঠাকুরের নামও রয়েছে।
১ ঘণ্টা আগেমালয়েশিয়ায় একটি হৃদয়বিদারক ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির সেলাঙ্গর প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক ছাত্র তারই সহপাঠী ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাটির জন্য পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেছে এবং সরকারও কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।
২ ঘণ্টা আগে