অনলাইন ডেস্ক
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার পৃথক দুই বার্তায় তাঁরা নিজ নিজ শুভেচ্ছা জানান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘ভারত সরকার, ভারতের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
মুর্মু বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুবিধ, আমাদের সহযোগিতা বাণিজ্য, মাল্টিমোডাল কানেকটিভিটি, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। বাংলাদেশ ভারতের “সবার আগে প্রতিবেশী” এবং “অ্যাক্ট ইস্ট” নীতি, আমাদের “সাগর” মতবাদ এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের কেন্দ্রবিন্দুতে। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’
মোদি বলেন, ‘এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের সাক্ষ্য বহন করে, যা আমাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে, যা বহু ক্ষেত্রে প্রসারিত হয়েছে এবং আমাদের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে চালিত এই অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। সেই ঘোষণার ঐতিহাসিক বাস্তবতায় স্বাধীনতার পর থেকে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ভারত ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালন করে। ১৯৭১ সালের এই দিনে নয়াদিল্লি ঢাকাকে স্বীকৃতি দিয়েছিল। ভুটানের পর ভারত ছিল দ্বিতীয় দেশ, যারা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ মাসে এই দিনটিকে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস হিসেবে ঘোষণা করেন।
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার পৃথক দুই বার্তায় তাঁরা নিজ নিজ শুভেচ্ছা জানান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘ভারত সরকার, ভারতের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
মুর্মু বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুবিধ, আমাদের সহযোগিতা বাণিজ্য, মাল্টিমোডাল কানেকটিভিটি, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। বাংলাদেশ ভারতের “সবার আগে প্রতিবেশী” এবং “অ্যাক্ট ইস্ট” নীতি, আমাদের “সাগর” মতবাদ এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের কেন্দ্রবিন্দুতে। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’
মোদি বলেন, ‘এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের সাক্ষ্য বহন করে, যা আমাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে, যা বহু ক্ষেত্রে প্রসারিত হয়েছে এবং আমাদের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে চালিত এই অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। সেই ঘোষণার ঐতিহাসিক বাস্তবতায় স্বাধীনতার পর থেকে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ভারত ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালন করে। ১৯৭১ সালের এই দিনে নয়াদিল্লি ঢাকাকে স্বীকৃতি দিয়েছিল। ভুটানের পর ভারত ছিল দ্বিতীয় দেশ, যারা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ মাসে এই দিনটিকে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস হিসেবে ঘোষণা করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি ‘অন্তর্বর্তী সরকার’ বসানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁর সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাদের ‘নিকেশ’ করে দেবে বলেও কঠোর মন্তব্য করেছেন।
২ ঘণ্টা আগেমুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সময় যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলের কতিপয় জিম্মিকে মুক্তি দিতে পারে হামাস। এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের প্রতিবেদনে। সম্ভবত একজন ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হতে পারে এই প্রক্রিয়ায়।
৩ ঘণ্টা আগেকীভাবে ভিক্ষুকেরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায় সে ব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পুলিশ। মসজিদ, বাজার বা রাস্তার পাশে সাধারণত ভিক্ষুকদের দেখা যায়। তবে ইদানীং অনলাইন ভিক্ষুকও বেরিয়েছে। তারা ডিজিটাল উপায়ে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ সংগ্রহ করতে পারে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে, আজ শনিবার থেকে বিদেশি উদ্ধারকারী দলগুলো দেশটি পৌঁছানো শুরু করেছে। প্রয়োজনীয় সহায়তাও দেওয়া শুরু হয়ে গেছে গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে...
৪ ঘণ্টা আগে