Ajker Patrika

বিজেপি কর্মীরাই পোড়াল মোদির কুশপুত্তলিকা

কলকাতা প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২১: ৩৯
বিজেপি কর্মীরাই পোড়াল মোদির কুশপুত্তলিকা

বিধানসভা নির্বাচনের আগে ভারতের মণিপুর রাজ্যে বিজেপির দলীয় কোন্দল তীব্র হয়েছে। রাজধানী ইম্ফল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চলছে। রাস্তায় নেমে দলীয় পতাকার পাশাপাশি বিজেপি কর্মীরাই দলীয় পতাকা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়েছে।  

আগামী ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ ৬০ সদস্যের মণিপুরে বিধানসভার ভোট। আজ রোববার রাজ্যের সব কটি কেন্দ্রের জন্য দলের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। আর তালিকা প্রকাশিত হতেই বিক্ষোভে ফেটে পড়েন মনোনয়ন-বঞ্চিতরা।

রাজধানী ইম্ফলে বিজেপি পার্টির অফিসের সামনে মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি  বাহিনী। কারণ এদিন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-কে পাশে বসিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করতেই শুরু হয় ভাঙচুর।

বিজেপির প্রার্থী তালিকায় দলীয় নেতাদের বঞ্চিত করে কংগ্রেসের ১০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। দলের নেতৃত্বকে বিশ্বাসঘাতক ও প্রতারক বলেও স্লোগান দেন তাঁরা।

ইম্ফল ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। বিপর্যস্ত হয় আইন-শৃঙ্খলা। পুলিশ ও আধা সেনা হিমশিম খায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীদের অভিযোগ, দলের নেতারা অর্থের বিনিময়ে বিক্রি করেছে দলীয় মনোনয়ন।

অশান্তির আঁচ অবশ্য বিজেপি নেতারা আগেই পেয়েছিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। তাই কংগ্রেস ২২ তারিখেই ৪০টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিজেপি এতদিন সময় নেয়।

উল্লেখ্য, গতবার মণিপুরে কংগ্রেস বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেনি। কংগ্রেসকে ভাঙিয়ে আঞ্চলিক দল এনপিপি, এনপিএফ ও তৃণমূলের সমর্থন নিয়ে সরকার চালায় বিজেপি।তবে বিজেপির সঙ্গে কারও জোট হয়নি। কংগ্রেস অবশ্য বামপন্থী দলগুলির সঙ্গে জোট করেছে মণিপুরে। আঞ্চলিক দলগুলোও আলাদা লড়ছে।
গত পাঁচ বছরে ভেঙে চুরমার হয়েছে কংগ্রেস। বিজেপিও ভেঙেছে। দলবদলের জন্য প্রসিদ্ধ মণিপুর। এখন দেখার এই বিক্ষোভের কতটা মূল্য দিতে হয় বিজেপিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত