অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আবদুল্লাহ। শনিবার তিনি বলেছেন, ‘অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। মন্দিরের জন্য যারা চেষ্টা করেছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। এটি এখন প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমি সমগ্র জাতির উদ্দেশে বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের নয়; তিনি বিশ্বের সবার। তিনি বিশ্বের সব মানুষের প্রভু। এটি বইয়ে লেখা আছে।’
ভগবান রাম ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য এবং একে অপরকে সাহায্য করার বার্তা দিয়েছেন বলেও মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি (রাম) সর্বদাই বলেছেন ধর্ম, জাতি নির্বিশেষে পতিতদের উন্নতি করতে। এই মন্দির উদ্বোধনের বিষয়ে, আমি দেশের জনগণকে বলতে চাই আমাদের দেশে যে ভ্রাতৃত্ববোধ কমে যাচ্ছে তা পুনরুজ্জীবিত করুন।’
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে সদ্য নির্মিত বিশাল মন্দিরে রামলালা মূর্তি স্থাপন করা হবে। রামলালা হলো রামের শৈশবের রূপ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শতাধিক কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সব সম্প্রদায়ের চার হাজার সাধুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রামলালা মূর্তি স্থাপন অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে ১৬ জানুয়ারি।
অনুষ্ঠানে মহাযজ্ঞেরও আয়োজন করা হবে—যেখানে হাজার হাজার ভক্তকে খাওয়ানো হবে। এসব ভক্তের থাকার জন্য বেশ কয়েকটি তাঁবুর শহর তৈরি করা হচ্ছে। প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এসব তাঁবুতে অবস্থান নিতে পারবেন।
উল্লেখ্য, অযোধ্যার যে স্থানটিতে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থান নিয়ে ভারতে হিন্দু-মুসলমানের বিবাদ বহু পুরোনো। ১৯৯২ সালের বর্তমানে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতেই উগ্র কট্টরপন্থী বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা ওই স্থানের ওপর থাকা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল।
বাবরি মসজিদ ভাঙার পর ভারতের নানা প্রান্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে তিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।
অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আবদুল্লাহ। শনিবার তিনি বলেছেন, ‘অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। মন্দিরের জন্য যারা চেষ্টা করেছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। এটি এখন প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমি সমগ্র জাতির উদ্দেশে বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের নয়; তিনি বিশ্বের সবার। তিনি বিশ্বের সব মানুষের প্রভু। এটি বইয়ে লেখা আছে।’
ভগবান রাম ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য এবং একে অপরকে সাহায্য করার বার্তা দিয়েছেন বলেও মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি (রাম) সর্বদাই বলেছেন ধর্ম, জাতি নির্বিশেষে পতিতদের উন্নতি করতে। এই মন্দির উদ্বোধনের বিষয়ে, আমি দেশের জনগণকে বলতে চাই আমাদের দেশে যে ভ্রাতৃত্ববোধ কমে যাচ্ছে তা পুনরুজ্জীবিত করুন।’
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে সদ্য নির্মিত বিশাল মন্দিরে রামলালা মূর্তি স্থাপন করা হবে। রামলালা হলো রামের শৈশবের রূপ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শতাধিক কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সব সম্প্রদায়ের চার হাজার সাধুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রামলালা মূর্তি স্থাপন অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে ১৬ জানুয়ারি।
অনুষ্ঠানে মহাযজ্ঞেরও আয়োজন করা হবে—যেখানে হাজার হাজার ভক্তকে খাওয়ানো হবে। এসব ভক্তের থাকার জন্য বেশ কয়েকটি তাঁবুর শহর তৈরি করা হচ্ছে। প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এসব তাঁবুতে অবস্থান নিতে পারবেন।
উল্লেখ্য, অযোধ্যার যে স্থানটিতে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থান নিয়ে ভারতে হিন্দু-মুসলমানের বিবাদ বহু পুরোনো। ১৯৯২ সালের বর্তমানে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতেই উগ্র কট্টরপন্থী বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা ওই স্থানের ওপর থাকা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল।
বাবরি মসজিদ ভাঙার পর ভারতের নানা প্রান্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে তিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার উপত্যকাজুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যার মধ্যে সাত জন নিহত হয়েছে উপত্যকার দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
৪৩ মিনিট আগেভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ইইউ কর্মকর্তাদের এই আহ্বান জানান তিনি। মূলত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের কৌশলের অংশ হিসেবে এমন অনুরোধ জানান
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগের ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেশজুড়ে আন্দোলনের মুখে কেপি শর্মা অলি সরকারের পতনের পর হিমালয়ের পাদদেশের এই দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেআকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড। আজ বুধবার, এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে অপারেশনাল কমান্ড অব দ্য পোলিশ আর্মড ফোর্সেস।
২ ঘণ্টা আগে