Ajker Patrika

মুসলিমদের মন পেতে উত্তর প্রদেশে বিজেপির ‘কাওয়ালি’

মুসলিমদের মন পেতে উত্তর প্রদেশে বিজেপির ‘কাওয়ালি’

২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাওয়ালির মাধ্যমে উত্তর প্রদেশের মুসলিমদের কাছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ক্ষমতাসীন বিজেপি। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

উত্তর প্রদেশের সংখ্যালঘু বিষয়ক বিভাগের সদস্য সৈয়দ এহতেশাম উল হুদা এনডিটিভিকে বলেন, ‘আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘সুফি সম্বাদ মহা অভিযান’ নামে প্রচারাভিযান চালাবে বিজেপি। মুসলিম পণ্ডিত ও জনসাধারণের সঙ্গে আলোচনা করা হবে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মুসলিম ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করে যাচ্ছি।’ 

সৈয়দ এহতেশাম উল হুদা বলেন, প্রচারাভিযানে বিজেপির মুসলিম নেতারা দরগা পরিদর্শন করবেন এবং কাওয়ালি আয়োজনে সহায়তা করবেন। কাওয়ালির মাধ্যমে মূলত কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। 

বিজেপি সংখ্যালঘু বিষয়ক বিভাগ গোটা দেশে সুফি সংলাপের এমন আয়োজন করবে। উত্তর প্রদেশের প্রতিটি শহরের দরগায় এই কাওয়ালির আয়োজন করা হবে। এরই মধ্যে দরগা ও খাদেমদের তালিকা করা হচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতারাও কাওয়ালির আয়োজনে উপস্থিত থাকবেন বলে জানান সৈয়দ এহতেশাম উল হুদা। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম উত্তর প্রদেশে মুসলিম জাট, মুসলিম রাজপুত, মুসলিম গুর্জর ও মুসলিম ত্যাগী সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভোটার রয়েছে। প্রায় প্রতিটি পশ্চিম উত্তর প্রদেশের লোকসভা কেন্দ্রে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা গড়ে আড়াই লাখ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম উত্তর প্রদেশের নাগিনা, আমরোহা, বিজনর ও সাহারানপুরে জয়লাভ করে বহুজন সমাজ পার্টি। মোরাদাবাদ ও সাম্ভালে জয়লাভ করে সমাজবাদী পার্টির প্রার্থীরা। হারানো আসনগুলো ফিরে পেতে ব্যাপক কৌশল তৈরি করছে বিজেপি। মুসলিম সম্প্রদায়ের মাঝে প্রচারাভিযান সামগ্রিক কৌশলেরই একটি অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত