Ajker Patrika

পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি ভারতের ১১ অঞ্চলে

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি। তবে বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে এগিয়ে পুরুষেরাই। ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে–এনএফএইচএস পরিচালিত এক জরিপ থেকে এই তথ্য জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এনএফএইচএস ভারতের ১ লাখ ১০ হাজার নারী এবং ১ লাখ পুরুষের ওপর এই জরিপ পরিচালনা করে। আর এই জরিপ থেকেই দেখা যায়, ওই সব এলাকায় পুরুষের চেয়ে নারীদের যৌনসঙ্গী বেশি। 

ওই ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলো—রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু–কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পদুচেরি এবং তামিলনাড়ু। এসব এলাকা এবং রাজ্যের মধ্যে রাজস্থানের নারীরাই সবচেয়ে বেশি হারে যৌনসঙ্গী রাখেন। রাজ্যটির একজন নারী গড়ে ৩ দশমিক ১ জন পুরুষ যৌনসঙ্গী রাখেন। বিপরীতে রাজ্যটির একজন পুরুষ যৌনসঙ্গী ১ দশমিক ৮ জন। 

এদিকে, বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে পুরুষের সংখ্যাই বেশি। জরিপ পরিচালনার আগে বিগত ১২ মাসে বিয়ে ছাড়া একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এমন পুরুষের সংখ্যা শতকরা ৪ জন। নারীদের বেলায় এই সংখ্যা মাত্র দশমিক ৫ শতাংশ। 

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত পরিচালিত ওই জরিপে ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০৭টি জেলায় জরিপ পরিচালনা করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত