Ajker Patrika

লোকসভা নির্বাচনে যেখানে ভোট দিলেন মোদি 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ মে ২০২৪, ১০: ৫৭
Thumbnail image

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে তাঁর ভোট দিয়েছেন। নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদের একটি কেন্দ্রে তিনি ভোট দেন। আহমেদাবাদের গান্ধীনগর লোকসভা আসনের নিশান উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মোদি। এই লোকসভা আসনে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার একটু পর নরেন্দ্র মোদি ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে মোদি—শাহ দুজনে একসঙ্গে ভোট বুথের দিকে এগিয়ে যান। এ সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত ভক্ত-সমর্থকেরা উল্লসিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

ভোটকেন্দ্রে মোদি ভোট দিলেও কাকে দিয়েছেন তা অবশ্য জানা যায়নি। তবে অনুমান করা যায়, মোদি তাঁর দীর্ঘ দিনের সহযাত্রী অমিত শাহকেই ভোট দিয়েছেন এবং সেটাই স্বাভাবিক। ভোটের আগে, মোদি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং এক ভক্তের তৈরি করা মোদির প্রতিকৃতিতে নিজের অটোগ্রাফ দেন। 

পরে মোদি কেন্দ্রের বাইরে থাকা লোকদের উদ্দেশ্য করে বলেন, দেশের নাগরিকদের উচিত নিজ নিজ ভোট দেওয়া কারণ এটি গণতন্ত্রের বিকাশে বড় তাৎপর্য রাখে। তিনি কৌটিল্যের চার নীতি—সাম, দান, দণ্ড ও ভেদের ইঙ্গিত করে বলেন, ‘আমাদের দেশে দানের (অনেক সময় কোনো কিছুর মূল্য দেওয়া অর্থে এটি ব্যবহৃত হয়) গুরুত্ব অনেক।’ 

ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুসারে আজ মঙ্গলবার ভারতের ১০টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি আসনে ১৮ তম লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা লড়ছেন। 

লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ১০টি রাজ্যের মধ্যে ভোট গ্রহণ হচ্ছে—পশ্চিমবঙ্গের ৪ টি, আসামের ৪ টি, বিহারের ৫ টি, ছত্তিশগড়ের ৭ টি, গোয়ার ২ টি, গুজরাটের ২৫ টি, কর্ণাটকের ১৪ টি, মধ্যপ্রদেশের ৯ টি, মহারাষ্ট্রের ১১ টি, উত্তর প্রদেশের ১০টি এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমনদিউতে ১টি আসনে। 

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই ধাপে লড়ছেন—বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, মধ্যপ্রদেশ সরকারের সাবেক মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে এবং কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংসহ একাধিক হেভিওয়েট নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত