Ajker Patrika

সরকারের বিরুদ্ধেই মামলা করার হুমকি ভারতের সুপ্রিম কোর্টের

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯: ০৭
সরকারের বিরুদ্ধেই মামলা করার হুমকি ভারতের সুপ্রিম কোর্টের

ভারত সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করতে পারে ভারতীয় সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রমন। 

আজ সোমবার প্রধান বিচারপতি এন ভি রমন বলেন, সরকারের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা আদালতের নেই। ভারতের বেশ কিছু ট্রাইব্যুনালে প্রচুর শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ পূরণে সরকারের দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। 

প্রধান বিচারপতি এন ভি রমন, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের করা মামলার পরিপ্রেক্ষিতে ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বলেন, ‘সরকারের বিচার ব্যবস্থার প্রতি কোনো শ্রদ্ধা নেই। তোমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ।’ 

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কর্মকাণ্ডে ফের অসন্তোষ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। সলিসিটার জেনারেল আদালতকে জানান, ‘সরকার আদালতের সঙ্গে সংঘাতে যেতে চায় না।’ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমরাও সংঘাতে যাচ্ছি না। তবে আমরা হতাশ।’ 

আদালতকে তুষার মেহতা জানান, দু মাসের মধ্যেই অর্থমন্ত্রী ট্রাইব্যুনালের নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানিয়েছেন। এতে ডিভিশন বেঞ্চের ক্ষোভ আরও বাড়ে। আদালত স্মরণ করিয়ে দেন দু বছর ধরেই তাঁরা একই কথা শুনে আসছেন। তাই সাত দিন সময় বেঁধে দেন তাঁরা। 

বিচারপতি রাওয়ের মতে, সরকার ট্রাইব্যুনালের সদস্যদের নিয়োগ না করে সংশ্লিষ্ট আইনকেই দুর্বল করে দিচ্ছে। বিচারপতি চন্দ্রচূড়ও সলিসিটার জেনারেলকে সরকারি কাজকর্মে নিজেদের হতাশার কথা বলেন। 

প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইন জিইয়ে রেখে নিয়োগ পরীক্ষা দ্রুত শেষ করুন, অথবা আমরা বন্ধ করে দিই সমস্ত ট্রাইব্যুনাল। নতুবা আমরাই নিয়োগ করব। তিনটের একটাও না হলে আদালত আপনাদের (সরকার) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত