সরকারি হাসপাতালে নার্সদের তুলনায় চিকিৎসকেরা হাত কম ধুয়ে থাকেন। এমনকি করোনা মহামারির প্রকোপের সময়ও মাত্র ২০ শতাংশ চিকিৎসককে হাত ধুতে দেখা গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দশবারের মধ্যে মাত্র একবারের কম সময়ে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরণ করেছেন তাঁরা। ইএসআইসি মেডিকেল কলেজ ও পিজিআইএমএসআর কমিউনিটি মেডিসিন বিভাগের এক গবেষণায় এমনটা দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, চিকিৎসকদের তুলনায় অনেক নার্স তাঁদের হাত ধোয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। অন্তত ২৪ শতাংশ নার্স সঠিকভাবে তাঁদের হাত ধুয়েছেন, যেখানে অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর ২৩ শতাংশ এবং চিকিৎসকদের মাত্র ১০ শতাংশ নিয়ম মেনেছেন।
চিকিৎসাসেবায় সম্পৃক্তদের স্বাস্থ্যবিধি মেনে হাত পরিষ্কার রোগীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে প্রায়শই হাসপাতালে সংক্রমণের শিকার হয় অনেকে। এ ছাড়া চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়।
ভারতের তামিলনাড়ুর বেশ কয়েকটি জনস্বাস্থ্যকেন্দ্রে করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হাত ধোয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর করা গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘হেলিয়নে’ প্রকাশিত হয়েছিল। গবেষকেরা ছয়টি জেলার ১৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টদের পর্যবেক্ষণ করেছেন। মেডিসিন, সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা, অর্থোপেডিকস এবং শিশুরোগবিদ্যার মতো বিভাগ পর্যবেক্ষণ করা হয়েছে। এ ছাড়া বহির্বিভাগ, ওপিডি, কন্ট্রোল রুম, এবং নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) পর্যবেক্ষণ করা হয়েছিল।
সরকারি হাসপাতালে নার্সদের তুলনায় চিকিৎসকেরা হাত কম ধুয়ে থাকেন। এমনকি করোনা মহামারির প্রকোপের সময়ও মাত্র ২০ শতাংশ চিকিৎসককে হাত ধুতে দেখা গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দশবারের মধ্যে মাত্র একবারের কম সময়ে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরণ করেছেন তাঁরা। ইএসআইসি মেডিকেল কলেজ ও পিজিআইএমএসআর কমিউনিটি মেডিসিন বিভাগের এক গবেষণায় এমনটা দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, চিকিৎসকদের তুলনায় অনেক নার্স তাঁদের হাত ধোয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। অন্তত ২৪ শতাংশ নার্স সঠিকভাবে তাঁদের হাত ধুয়েছেন, যেখানে অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর ২৩ শতাংশ এবং চিকিৎসকদের মাত্র ১০ শতাংশ নিয়ম মেনেছেন।
চিকিৎসাসেবায় সম্পৃক্তদের স্বাস্থ্যবিধি মেনে হাত পরিষ্কার রোগীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে প্রায়শই হাসপাতালে সংক্রমণের শিকার হয় অনেকে। এ ছাড়া চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়।
ভারতের তামিলনাড়ুর বেশ কয়েকটি জনস্বাস্থ্যকেন্দ্রে করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হাত ধোয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর করা গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘হেলিয়নে’ প্রকাশিত হয়েছিল। গবেষকেরা ছয়টি জেলার ১৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টদের পর্যবেক্ষণ করেছেন। মেডিসিন, সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা, অর্থোপেডিকস এবং শিশুরোগবিদ্যার মতো বিভাগ পর্যবেক্ষণ করা হয়েছে। এ ছাড়া বহির্বিভাগ, ওপিডি, কন্ট্রোল রুম, এবং নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) পর্যবেক্ষণ করা হয়েছিল।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৩ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে