Ajker Patrika

ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনকর

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনকর। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভাকে হারিয়ে জগদীপ দেশটির ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

কৃষক পরিবার থেকে উঠে আসা আইনজীবী জগদীপ ধনকর তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সমাজতান্ত্রিক আদর্শে। পরে অবশ্য বিজেপিতে যোগ দেন। জগদীপ ধনকর তাঁর পূর্বসূরি ভেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হলেন। নাইডুর মেয়াদ শেষ হয় গতকাল বুধবার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গাদকারী এবং নির্মলা সীতারমণ উপরাষ্ট্রপতি জগদীপের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সাবেক উপরাষ্ট্রপতি হামিদ আনসারী এবং লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস এবং সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী মার্গারেট আলভাকে পরাস্ত করে নির্বাচিত হন জগদীপ। উপরাষ্ট্রপতি হিসেবে পদাধিকার বলে তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন। নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লার মতো জগদীপ ধনকরও রাজস্থানের বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত