Ajker Patrika

মাস্ক নিয়ে গন্ডগোল, ব্যাংকের গ্রাহককে নিরাপত্তারক্ষীর গুলি 

মাস্ক নিয়ে গন্ডগোল, ব্যাংকের গ্রাহককে নিরাপত্তারক্ষীর গুলি 

ঢাকা: ব্যাংকে মাস্ক পরা নিয়ে গ্রাহকের সঙ্গে কথাকাটাকাটির জেরে গুলিই চালিয়ে দিলেন সেখানে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষী। এতে গুরুতর আহত হয়েছেন ওই গ্রাহক। ভারতের উত্তর প্রদেশে ব্যাংক অব বারোদার একটি শাখায় ঘটেছে এমন ঘটনা। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই ভারতের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে আহত ব্যক্তি যার নাম রাজেশ কুমার তিনি মেঝেতে পড়ে আছেন। তার ঊরু দিয়ে রক্ত গড়াচ্ছে। 

 ভিডিওতে শোনা যায়, অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে রাজেশ কুমারের স্ত্রী প্রশ্ন করছেন, ‘আপনিকে উনাকে গুলি করলে কেন?’ ’ পাশ থেকে আরেকজন বলে ওঠেন, ‘কীভাবে আপনি গুলি চালালেন? এবার জেলে যেতে হবে আপনার।’ 

 তখনো হাতে বন্দুক ধরে দাঁড়ানো নিরাপত্তারক্ষী উত্তর দেন, ‘রাজেশকেও জেলে যেতে হবে। আমিও আহত হয়েছি। আমার বোতাম ছিঁড়ে গিয়েছে।’ 

 নিরাপত্তারক্ষীর দাবি, তিনি ইচ্ছে করে গুলি চালাননি। ধাক্কাধাক্কিতে গুলি চলে গিয়েছে। ওই নিরাপত্তারক্ষী বলেন, ‘উনি মাস্ক পরেননি। আমি সে কথা বলার পর অবশ্য মাস্ক পরে নেন। কিন্তু এরপরই আমার সঙ্গে বাজে আচরণ করতে থাকেন। এই নিয়ে তর্ক শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিও হতে থাকে। এরপরই আমার আঙুল ট্রিগারে লেগে গুলি চলে যায়।’ 

যদিও আহত রাজেশ কুমারের আত্মীয়দের দাবি, মাস্ক পরার পরেও ওই নিরাপত্তারক্ষী ঢুকতে দেননি তাঁকে। বলতে থাকেন, এখন লাঞ্চ টাইম চলছে। পরে আসতে। আপাতত পুলিশ জেরা করছে অভিযুক্তকে। তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, গুলিবিদ্ধ রাজেশ কুমার প্রাথমিক চিকিৎসার পরে বিপদমুক্ত হয়ে গিয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে কিছুদিন থাকতে হবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত