পাঞ্জাবের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে পরাজিত করে এমএলএ নির্বাচিত হয়েছেন লাভ সিং উগোক। কিন্তু তাঁর মা এখনো ঝাড়ুদার! এমনো কি হতে পারে? হ্যাঁ, হতে পারে এবং হয়েছেও। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিধানসভা নির্বাচনে এমএলএ নির্বাচিত হয়ওয়ার পরও তাঁর মা বালদেব কাউর এখনো পাঞ্জাবের একটি সরকারি স্কুলের ঝাড়ুদার হিসেবে কাজ করছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একসময় মোবাইল মেরামতের দোকানে কাজ করা আম আদমি পার্টির (এএপি) নেতা লাভ সিং উগোক চরণজিৎ সিং চান্নিকে পাঞ্জাবের ভাদৌর আসন থেকে ৩৭ হাজার ৫৫০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
ছেলে এমএলএ নির্বাচিত হওয়ার পরও কেন ঝাড়ুদার হিসেবে কাজ করছেন সে বিষয়ে লাভ সিংয়ের মা বলেন, ‘আমরা অর্থ উপার্জনে সব সময়ই কঠোর পরিশ্রম করেছি। বর্তমানে আমার ছেলের অবস্থান বদলালেও আমি স্কুলে আমার কাজ চালিয়ে যাব।’
মজার ব্যাপার হলো, লাভ সিং উগোক ঝাড়ু প্রতীক নিয়েই নির্বাচন করেছিলেন। ছেলের বিজয়ে উল্লসিত মা বালদেব কাউর বলেন, ‘ঝাড়ু’ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বালদেব কাউর আরও বলেন, ‘যদিও সে (লাভ সিং) রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে আমরা সব সময়ই আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ছেলেই জিতবে।’
বালদেব কাউর যে স্কুলে কাজ করেন, সেখানকার অধ্যক্ষ অমৃত পাল কাউর বলেন, ‘উগোক এই স্কুলেই পড়াশোনা করেছে, সে আমাদের খ্যাতি এনে দিয়েছে। উগোকের মা দীর্ঘদিন ধরে এই স্কুলে ঝাড়ুদারের কাজ করছেন। তিনিও এখানেই পড়াশোনা করেছেন।’
উগোকের বাবা দিনমজুর হিসেবে কাজ করা দর্শন সিং বলেছেন, তাঁদের পরিবার আগের মতোই চলবে।’ তিনি চান তাঁর ছেলে পরিবারের বদলে মানুষের কল্যাণে মনোযোগী হোক।
দর্শন সিং আরও বলেন, ‘এলাকার মানুষ তাঁকে নির্বাচিত করেছে। আমরা চাই সে মানুষের কল্যাণে কাজ করুক। আমরা আগে যেভাবে থাকতাম, সেভাবেই জীবনযাপন করব।’
২০১৩ সালে লাভ সিং এএপিতে যোগ দেন এবং দ্রুত দলের প্রথম সারিতে উঠে আসেন। এর আগে ২০১৭ সালের নির্বাচনেও লাভ সিং ভাদৌর থেকে আম আদমির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পার্টি তখন তাঁকে দেয়নি।
পাঞ্জাবের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে পরাজিত করে এমএলএ নির্বাচিত হয়েছেন লাভ সিং উগোক। কিন্তু তাঁর মা এখনো ঝাড়ুদার! এমনো কি হতে পারে? হ্যাঁ, হতে পারে এবং হয়েছেও। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিধানসভা নির্বাচনে এমএলএ নির্বাচিত হয়ওয়ার পরও তাঁর মা বালদেব কাউর এখনো পাঞ্জাবের একটি সরকারি স্কুলের ঝাড়ুদার হিসেবে কাজ করছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একসময় মোবাইল মেরামতের দোকানে কাজ করা আম আদমি পার্টির (এএপি) নেতা লাভ সিং উগোক চরণজিৎ সিং চান্নিকে পাঞ্জাবের ভাদৌর আসন থেকে ৩৭ হাজার ৫৫০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
ছেলে এমএলএ নির্বাচিত হওয়ার পরও কেন ঝাড়ুদার হিসেবে কাজ করছেন সে বিষয়ে লাভ সিংয়ের মা বলেন, ‘আমরা অর্থ উপার্জনে সব সময়ই কঠোর পরিশ্রম করেছি। বর্তমানে আমার ছেলের অবস্থান বদলালেও আমি স্কুলে আমার কাজ চালিয়ে যাব।’
মজার ব্যাপার হলো, লাভ সিং উগোক ঝাড়ু প্রতীক নিয়েই নির্বাচন করেছিলেন। ছেলের বিজয়ে উল্লসিত মা বালদেব কাউর বলেন, ‘ঝাড়ু’ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বালদেব কাউর আরও বলেন, ‘যদিও সে (লাভ সিং) রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে আমরা সব সময়ই আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ছেলেই জিতবে।’
বালদেব কাউর যে স্কুলে কাজ করেন, সেখানকার অধ্যক্ষ অমৃত পাল কাউর বলেন, ‘উগোক এই স্কুলেই পড়াশোনা করেছে, সে আমাদের খ্যাতি এনে দিয়েছে। উগোকের মা দীর্ঘদিন ধরে এই স্কুলে ঝাড়ুদারের কাজ করছেন। তিনিও এখানেই পড়াশোনা করেছেন।’
উগোকের বাবা দিনমজুর হিসেবে কাজ করা দর্শন সিং বলেছেন, তাঁদের পরিবার আগের মতোই চলবে।’ তিনি চান তাঁর ছেলে পরিবারের বদলে মানুষের কল্যাণে মনোযোগী হোক।
দর্শন সিং আরও বলেন, ‘এলাকার মানুষ তাঁকে নির্বাচিত করেছে। আমরা চাই সে মানুষের কল্যাণে কাজ করুক। আমরা আগে যেভাবে থাকতাম, সেভাবেই জীবনযাপন করব।’
২০১৩ সালে লাভ সিং এএপিতে যোগ দেন এবং দ্রুত দলের প্রথম সারিতে উঠে আসেন। এর আগে ২০১৭ সালের নির্বাচনেও লাভ সিং ভাদৌর থেকে আম আদমির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পার্টি তখন তাঁকে দেয়নি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে