Ajker Patrika

গোয়ায় কংগ্রেসের ১১ বিধায়কের ৮ জনই এখন বিজেপির 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০: ১৭
গোয়ায় কংগ্রেসের ১১ বিধায়কের ৮ জনই এখন বিজেপির 

কংগ্রেস যখন সবকিছু সামলে ওঠার চেষ্টা করছে ঠিক তখনই দলটি আবারও ভাঙনের মুখে। এবার গোয়ার কংগ্রেসের ১১ জন বিধায়কের ৮ জনই যোগ দিয়েছেন বিজেপিতে। এঁদের মধ্যে প্রখ্যাত কংগ্রেস নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবোর মতো নেতাও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৮ বিধায়কের দলত্যাগের ফলে ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেসের আসনসংখ্যা গিয়ে দাঁড়াল মাত্র ৩-এ। এই পদত্যাগের পর কংগ্রেসের ‘ভারত জড়ো যাত্রা’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটি বলেছে, কংগ্রেসের ভারত জড়ো যাত্রা নয় বরং ‘প্রথমে কংগ্রেস জড়ো’ কর্মসূচি নেওয়া উচিত।

এই ৮ জনের পদত্যাগের ফলে কংগ্রেসের দুই-তৃতীয়াংশই এখন বিজেপির দখলে। ভারতের আইন অনুসারে দলত্যাগের পরও এই বিধায়কদের অযোগ্য বলে ঘোষণা করা যাবে না। দলত্যাগী বিধায়কদের মধ্যে রয়েছেন মাইকেল লোবোর স্ত্রী ডেলাইলা লোবো, রাজেশ ফলদেশাই, কেদার নায়েক, সংকল্প আমনকার, অ্যালেক্সিও সেকুয়েইরা এবং রুডলফ ফার্নান্দেজ।

দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসে ভারত জড়ো যাত্রারও সমালোচনা করেছেন মাইকেল লোবো। তিনি বলেছেন, ‘এটি মূলত কংগ্রেস ছাড়ো এবং বিজেপি গড়ো’ আন্দোলন।

এদিকে, কংগ্রেসি বিধায়কদের দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরা বলেছেন, ‘এই মূলত অপারেশন কাদা।’ তিনি আরও বলেন, ‘বিজেপি এসব কৌশল ব্যবহার করেছে—কেন্দ্রীয় তদন্ত সংস্থা ব্যবহার, গুন্ডাদের দিয়ে হুমকি, অর্থের প্রলোভন—কারণ দলটি ভারত জড়ো যাত্রা কর্মসূচির কারণে ভীত।’ এই দলত্যাগের ঘটনার পরপরই কংগ্রেসের মিত্র গোয়া ফরওয়ার্ড পার্টিও দলত্যাগীদের তিরস্কার করেছে। দলটি প্রতিক্রিয়ায় বলেছে, ‘দলত্যাগী বিধায়কেরা খাঁটি মন্দের প্রতীক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত