Ajker Patrika

‘কংগ্রেস নেতারা চিকেন স্যান্ডুইচ খেতেই বেশি আগ্রহী’

আপডেট : ১৮ মে ২০২২, ১৮: ৪৭
‘কংগ্রেস নেতারা চিকেন স্যান্ডুইচ খেতেই বেশি আগ্রহী’

বেশ কয়েক দিন চুপ থাকার পর অবশেষে পদত্যাগ করলেন গুজরাট কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেল। প্যাটেল তাঁর পদত্যাগপত্রে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন। বলেছেন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা ‘চিকেন স্যান্ডুইচ’ খেতেই বেশি আগ্রহী। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

 ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি রাহুল গান্ধীই হার্দিক প্যাটেলকে কংগ্রেসের গুজরাট ইউনিটে এনেছিলেন। কিন্তু পদত্যাগের সময় সেই রাহুল গান্ধীর প্রতিই কামান দাগলেন প্যাটেল। প্যাটেল রাহুল গান্ধী এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের প্রতি অভিযোগ এনেছেন যে—তাঁরা মোবাইল ফোন নিয়েই বেশি ব্যস্ত। 

তবে, গুজরাটের কংগ্রেসের নেতাদের দাবি হার্দিক প্যাটেলের পদত্যাগপত্র বিজেপি নির্দেশিত এবং বিজেপিই তাঁকে পদত্যাগ করতে বাধ্য করেছে। 

গুজরাটের জমিদার শ্রেণির এই নেতা গত দুই মাস থেকেই বিজেপির নেতাদের সঙ্গে ওঠবস করছিলেন বলে জানিয়েছে একটি সূত্র। এমনকি গত সপ্তাহে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যেই প্যাটেল বিজেপিতে যোগদান করতে পারেন। তবে, প্যাটেল এই ধরনের খবরকে অস্বীকার করেছেন। তবে, সম্প্রতি দলীয় পুনরুজ্জীবন নিয়ে কাজ করা কংগ্রেসের জন্য এটি বেশ বড় ধরনের ধাক্কা হিসেবে আবির্ভূত হবে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। 

হার্দিক প্যাটেল তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘আমি যখন দলের কেন্দ্রীয় নেতাদের কথা বলছিলাম তখন তাঁরা তাঁদের মোবাইল ফোন নিয়েই ব্যস্ত ছিলেন। তাঁরা গুজরাটের পরিস্থিতি আলোচনা করার চেয়ে অন্য বিষয় নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। বরং কেন্দ্রীয় নেতারা গুজরাটে নেতাদের বাড়িতে ভ্রমণে বেশি আগ্রহী এবং তাঁদের দেওয়া চিকেন স্যান্ডুইচ খেতে বেশি আগ্রহী।’ 

হার্দিক প্যাটেল আরও লিখেন, ‘আমাদের নেতারা ভারতের গুরুত্বপূর্ণ সময়ে যখন দেশে থাকার কথা ছিল তখন তাঁরা দেশের বাইরে ভ্রমণেই বেশি আগ্রহী ছিলেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত