Ajker Patrika

আসামে গরু পাচার রুখতে হচ্ছে নতুন বিল

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৪: ৪৪
Thumbnail image

বাংলাদেশের সীমান্তবর্তী আসাম রাজ্যের বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন গো–সুরক্ষা আইন প্রস্তাব করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিলটি পেশ করে বলেছেন, গরু পাচার রুখতে কড়া আইন চাইছে সরকার।

আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিবছর রাজ্য দিয়ে হাজার কোটি রুপির গরু বাংলাদেশে পাচার হয়। এই গরু পাচার রুখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে সরকার। কিন্তু প্রচলিত আইনে এই পাচার রোখা সম্ভব হচ্ছে না।

গো-সুরক্ষা বিলে বলা হয়েছে, ১৪ বছরের কম কোনো গরুকে জবাই করা যাবে না। জবাই করার আগে 'জবাইয়ের উপযুক্ত' এই শংসাপত্রও লাগবে। দুধ দিচ্ছে এমন গরু জবাই করাও নিষিদ্ধ হয়েছে।

মুখ্যমন্ত্রীর মতে, গরু হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র প্রাণী। তাই হিন্দুদের ভাবাবেগের প্রতি মর্যাদা দিয়ে যেখানে–সেখানে গরু জবাইয়েরও তিনি বিরোধিতা করেন। গবাদিপশুর ওপর হিংসাও বন্ধ করতে চায় সরকার।

১৬ জুলাই আসামে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের বাজেট অধিবেশন। সেই অধিবেশনের প্রথম দিনই গো-সুরক্ষা আইন পেশ করা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি।

বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার মানুষের থেকেও গরুকে বেশি গুরুত্ব দিচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীরা আলোচনা করতে চাইলে সরকার রাজি হয়নি। তাই কালা দিবস পালন করেন বিরোধীরা।

গো-সুরক্ষা বিল প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ, পাচার সিন্ডিকেটের সঙ্গে বিজেপি নেতারাই জড়িত। গত পাঁচ বছর রাজ্যে বিজেপিরই সরকারে ছিল, মনে করিয়ে দেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া।

উল্লেখ্য, আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে নৌ সীমান্ত রয়েছে প্রায় ১২০ কিলোমিটার। স্থল সীমান্তের প্রায় পুরোটাই কাঁটাতারের বেড়া দেওয়া।

বিএসএফ সূত্রের খবর, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৪ লাখ ৭৬ হাজার ৩৫টি গরু পাচারকালে উদ্ধার হয়।

উল্লেখ্য, গরু পাচারে যুক্ত থাকার অভিযোগে বিএসএফের এক কমান্ড্যান্টকে গ্রেপ্তার করেছেন ভারতীয় গোয়েন্দারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত