সরকারি কর্মকর্তা অমিত কুমার ছুটির দরখাস্ত করেছিলেন। কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। ক্ষোভে চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে রাস্তা দিয়ে হেঁটে গেছেন তিনি। পরে অবশ্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত অমিত কুমার সরকার কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ছুরি দিয়ে সহকর্মীদের আঘাত করেন এবং অস্ত্রটি হাতে নিয়েই শহরে হাঁটতে থাকেন।
একটি ভিডিওতে অমিত কুমারকে রক্তমাখা ছুরি হাতে নিয়ে শহরের রাস্তায় হাঁটতে দেখা গেছে। কাঁধে ব্যাগ এবং এক হাতে ছুরি দেখা যায়। কিছু পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। অমিতকে পথচারীদের তাঁর কাছে ভিড়তে নিষেধ করছিলেন।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, অমিত কুমার উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা, প্রযুক্তি শিক্ষা দপ্তরে কাজ করেন। গতকাল সকালে ছুটি নেওয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বচসার পর, তিনি তাঁদের ছুরিকাঘাত করেন এবং পালানোর চেষ্টা করেন।
আহত ব্যক্তিরা হলেন—জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে এবং শেখ সাতাবুল। তাঁদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের মতে, সহকর্মীদের সঙ্গে অমিতের ছুটি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়েছিল। তবে তাঁকে ছুটি না দেওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের ধারণা, অমিতের মানসিক সমস্যা রয়েছে।
সরকারি কর্মকর্তা অমিত কুমার ছুটির দরখাস্ত করেছিলেন। কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। ক্ষোভে চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে রাস্তা দিয়ে হেঁটে গেছেন তিনি। পরে অবশ্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত অমিত কুমার সরকার কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ছুরি দিয়ে সহকর্মীদের আঘাত করেন এবং অস্ত্রটি হাতে নিয়েই শহরে হাঁটতে থাকেন।
একটি ভিডিওতে অমিত কুমারকে রক্তমাখা ছুরি হাতে নিয়ে শহরের রাস্তায় হাঁটতে দেখা গেছে। কাঁধে ব্যাগ এবং এক হাতে ছুরি দেখা যায়। কিছু পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। অমিতকে পথচারীদের তাঁর কাছে ভিড়তে নিষেধ করছিলেন।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, অমিত কুমার উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা, প্রযুক্তি শিক্ষা দপ্তরে কাজ করেন। গতকাল সকালে ছুটি নেওয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বচসার পর, তিনি তাঁদের ছুরিকাঘাত করেন এবং পালানোর চেষ্টা করেন।
আহত ব্যক্তিরা হলেন—জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে এবং শেখ সাতাবুল। তাঁদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের মতে, সহকর্মীদের সঙ্গে অমিতের ছুটি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়েছিল। তবে তাঁকে ছুটি না দেওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের ধারণা, অমিতের মানসিক সমস্যা রয়েছে।
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১০ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
১১ ঘণ্টা আগে