অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে চলমান মহা কুম্ভ মেলায় অংশ নিয়ে ‘সঙ্গম’ হিসেবে পরিচিত গঙ্গা-যমুনার সংযোগস্থলে ‘স্নান’ করেছেন। এই স্নানকে তিনি স্বর্গের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার সকালে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর নদীর সংযোগস্থল সঙ্গমে ‘পবিত্র স্নান’ করেন। মোদির পরনে ছিল উজ্জ্বল গেরুয়া জ্যাকেট ও নীল ট্র্যাক প্যান্ট। হাতে ছিল ‘রুদ্রাক্ষ’ মালা। এ সময় মোদি মোদি নদীর পানিতে একাধিকবার সম্পূর্ণ শরীর ডুবিয়ে প্রার্থনা করেন।
এর আগে, মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সঙ্গমে নৌকা ভ্রমণ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, সঙ্গমের নিকটবর্তী তীরে হাজার হাজার মানুষের পরিপূর্ণ। তারা সবাই এসেছিলেন মোদিকে এক ঝলক দেখতে।
স্নানের ছবি শেয়ার করে মোদির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘প্রয়াগরাজের মহা কুম্ভে উপস্থিত হতে পেরে আমি ধন্য। সঙ্গমে স্নান হলো স্বর্গীয় সংযোগের এক বিশেষ মুহূর্ত এবং এতে অংশগ্রহণকারী কোটি কোটি মানুষের মতো আমিও ভক্তির চেতনায় পরিপূর্ণ। মা গঙ্গা সবাইকে শান্তি, জ্ঞান, সুস্বাস্থ্য এবং সম্প্রীতি দান করুন।’
মহা কুম্ভে মোদির এই সফর এমন এক সময়ে হলো। যখন ভারতের জাতীয় রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির বিজেপি ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের টানা তৃতীয়বার সরকার গঠনের প্রচেষ্টাকে প্রতিহত করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিছুটা হলেও কংগ্রেসের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই বিষয়টিকে।
সঙ্গমে স্নানের আগে শেয়ার করা আরেকটি এক্স পোস্টে দিল্লির ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান মোদি। তিনি হিন্দিতে লেখেন, ‘আমি এখানকার ভোটারদের আহ্বান জানাই, তারা উৎসাহের সঙ্গে এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুক এবং তাদের মূল্যবান ভোট প্রদান করুক।’
বিজেপি সরকারে দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে মহা কুম্ভে ‘পবিত্র স্নানে’ অংশ নিলেন মোদি। এর আগে, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর পরিবারও এখানে পূজা-অর্চনা করেন।
মোদির প্রয়াগরাজ সফল এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার মাত্র সপ্তাহ কয়েক আগেই তিনি প্রয়াগরাজে সাড়ে ৫ হাজার কোটি রুপির ১৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মহা কুম্ভ উপলক্ষে শহরের সড়ক, স্যানিটেশন, নিরাপত্তা এবং ডিজিটাল পরিষেবার জন্য বিপুল বিনিয়োগ করা হয়েছে।
এদিকে, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও মহা কুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ সফর করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে তিনি বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নেন। লেটে হনুমান মন্দির পরিদর্শন করেন এবং ডিজিটাল মহা কুম্ভ এক্সপেরিয়েন্স সেন্টার ঘুরে দেখেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হিন্দু ভক্তের সমাবেশের পাশাপাশি এই বছরের কুম্ভ মেলায় একটি মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। এই পদদলনের ঘটনায় মাত্র দিন সাতেক আগে ৩০ জন নিহত হন।
নরেন্দ্র মোদির মহা কুম্ভ সফর একাধিক কারণে গুরুত্বপূর্ণ। এটি ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও এর রাজনৈতিক তাৎপর্যও স্পষ্ট। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মোদির মহা কুম্ভে ‘পবিত্র স্নানের’ বিষয়টি ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। পাশাপাশি, সম্প্রতি প্রয়াগরাজে বড় ধরনের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং মহা কুম্ভের আয়োজনে বিপুল বিনিয়োগ সরকারের আগ্রহের দিকটিও তুলে ধরেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে চলমান মহা কুম্ভ মেলায় অংশ নিয়ে ‘সঙ্গম’ হিসেবে পরিচিত গঙ্গা-যমুনার সংযোগস্থলে ‘স্নান’ করেছেন। এই স্নানকে তিনি স্বর্গের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার সকালে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর নদীর সংযোগস্থল সঙ্গমে ‘পবিত্র স্নান’ করেন। মোদির পরনে ছিল উজ্জ্বল গেরুয়া জ্যাকেট ও নীল ট্র্যাক প্যান্ট। হাতে ছিল ‘রুদ্রাক্ষ’ মালা। এ সময় মোদি মোদি নদীর পানিতে একাধিকবার সম্পূর্ণ শরীর ডুবিয়ে প্রার্থনা করেন।
এর আগে, মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সঙ্গমে নৌকা ভ্রমণ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, সঙ্গমের নিকটবর্তী তীরে হাজার হাজার মানুষের পরিপূর্ণ। তারা সবাই এসেছিলেন মোদিকে এক ঝলক দেখতে।
স্নানের ছবি শেয়ার করে মোদির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘প্রয়াগরাজের মহা কুম্ভে উপস্থিত হতে পেরে আমি ধন্য। সঙ্গমে স্নান হলো স্বর্গীয় সংযোগের এক বিশেষ মুহূর্ত এবং এতে অংশগ্রহণকারী কোটি কোটি মানুষের মতো আমিও ভক্তির চেতনায় পরিপূর্ণ। মা গঙ্গা সবাইকে শান্তি, জ্ঞান, সুস্বাস্থ্য এবং সম্প্রীতি দান করুন।’
মহা কুম্ভে মোদির এই সফর এমন এক সময়ে হলো। যখন ভারতের জাতীয় রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির বিজেপি ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের টানা তৃতীয়বার সরকার গঠনের প্রচেষ্টাকে প্রতিহত করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিছুটা হলেও কংগ্রেসের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই বিষয়টিকে।
সঙ্গমে স্নানের আগে শেয়ার করা আরেকটি এক্স পোস্টে দিল্লির ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান মোদি। তিনি হিন্দিতে লেখেন, ‘আমি এখানকার ভোটারদের আহ্বান জানাই, তারা উৎসাহের সঙ্গে এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুক এবং তাদের মূল্যবান ভোট প্রদান করুক।’
বিজেপি সরকারে দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে মহা কুম্ভে ‘পবিত্র স্নানে’ অংশ নিলেন মোদি। এর আগে, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর পরিবারও এখানে পূজা-অর্চনা করেন।
মোদির প্রয়াগরাজ সফল এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার মাত্র সপ্তাহ কয়েক আগেই তিনি প্রয়াগরাজে সাড়ে ৫ হাজার কোটি রুপির ১৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মহা কুম্ভ উপলক্ষে শহরের সড়ক, স্যানিটেশন, নিরাপত্তা এবং ডিজিটাল পরিষেবার জন্য বিপুল বিনিয়োগ করা হয়েছে।
এদিকে, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও মহা কুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ সফর করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে তিনি বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নেন। লেটে হনুমান মন্দির পরিদর্শন করেন এবং ডিজিটাল মহা কুম্ভ এক্সপেরিয়েন্স সেন্টার ঘুরে দেখেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হিন্দু ভক্তের সমাবেশের পাশাপাশি এই বছরের কুম্ভ মেলায় একটি মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। এই পদদলনের ঘটনায় মাত্র দিন সাতেক আগে ৩০ জন নিহত হন।
নরেন্দ্র মোদির মহা কুম্ভ সফর একাধিক কারণে গুরুত্বপূর্ণ। এটি ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও এর রাজনৈতিক তাৎপর্যও স্পষ্ট। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মোদির মহা কুম্ভে ‘পবিত্র স্নানের’ বিষয়টি ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। পাশাপাশি, সম্প্রতি প্রয়াগরাজে বড় ধরনের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং মহা কুম্ভের আয়োজনে বিপুল বিনিয়োগ সরকারের আগ্রহের দিকটিও তুলে ধরেছে।
দিল্লি বিধানসভার ৭০টি বিধানসভা আসনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে এএপি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঢেকে দিয়েছে ভারত। বাকি অংশে বেড়া দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই। গতকাল মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান তিনি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে ‘অপরাধী’ বলে অভিহিত করেছেন এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি নিজেও সংস্থাটির সঙ্গে ব্যবসা করেছেন।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ইসমাইলিয়া মুসলিম সম্প্রদায়ের শীর্ষ নেতা ধনকুবের প্রিন্স করিম আগা খান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে