কলকাতা প্রতিনিধি
এক ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে ঘটনার পেছনে যৌনকর্মীর সঙ্গে লেনদেন নিয়ে ঝগড়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একটি হোটেলে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন জন সম্পর্কে ভাই। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক নারী পার্ক স্ট্রিট থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন। সে রাতেই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল শেখ, মোহাম্মদ কাউসার চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল আলী মিজান। তাঁরা এক আত্মীয়ের চিকিৎসার জন্য এসেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কলকাতা পুলিশের সেন্ট্রাল এলাকার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রূপেশ কুমার জানিয়েছেন, হোটেলটির ম্যানেজারকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতার নিউ মার্কেটের ওই হোটেলটির সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তার তিন জনের হোটেলে জমা দেওয়া নথিপত্রও পরীক্ষা করছে পুলিশ। সেই নারীরও মেডিকেল টেস্ট করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ কর্মকর্তারা।
রূপেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষণের শিকার নারী একজন যৌনকর্মী। টাকা নিয়ে গোলমালের জেরেই তিনি থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার সত্যতা যাই হোক না কেন, ভারতীয় নারীকে বাংলাদেশি নাগরিকেরা ধর্ষণ করেছে—এমন অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের গোয়েন্দা শাখা এই ঘটনার জেরে যাতে খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বলে জানা গেছে।
এক ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে ঘটনার পেছনে যৌনকর্মীর সঙ্গে লেনদেন নিয়ে ঝগড়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একটি হোটেলে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন জন সম্পর্কে ভাই। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক নারী পার্ক স্ট্রিট থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন। সে রাতেই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল শেখ, মোহাম্মদ কাউসার চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল আলী মিজান। তাঁরা এক আত্মীয়ের চিকিৎসার জন্য এসেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কলকাতা পুলিশের সেন্ট্রাল এলাকার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রূপেশ কুমার জানিয়েছেন, হোটেলটির ম্যানেজারকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতার নিউ মার্কেটের ওই হোটেলটির সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তার তিন জনের হোটেলে জমা দেওয়া নথিপত্রও পরীক্ষা করছে পুলিশ। সেই নারীরও মেডিকেল টেস্ট করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ কর্মকর্তারা।
রূপেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষণের শিকার নারী একজন যৌনকর্মী। টাকা নিয়ে গোলমালের জেরেই তিনি থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার সত্যতা যাই হোক না কেন, ভারতীয় নারীকে বাংলাদেশি নাগরিকেরা ধর্ষণ করেছে—এমন অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের গোয়েন্দা শাখা এই ঘটনার জেরে যাতে খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বলে জানা গেছে।
ভারতের পাঞ্জাবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভাল্লারকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এ সময় তাঁর কাছ থেকে বিপুল নগদ টাকা, স্বর্ণালংকার, বিলাসবহুল গাড়ি, দামি
৪ ঘণ্টা আগেভারতের কেরালায় বুধবার (১৫ অক্টোবর) মারা যান কেনিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাঁর মরদেহ একনজর দেখার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অপেক্ষা করছিলেন বিপুলসংখ্যক সমর্থক। তাঁদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ৪ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয়
৪ ঘণ্টা আগেদুই বছর আগে সাজানো-গোছানো এক শহর ছিল গাজা। এ শহরে ছিল বসবাসের উপযোগী ঘরবাড়ি, বাচ্চাদের জন্য স্কুল, চিকিৎসার জন্য হাসপাতাল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আধুনিক ইতিহাসের নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
৪ ঘণ্টা আগেআমেরিকান ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’-এর বিরুদ্ধে ব্রিটেনে প্রায় ৩ হাজার ভুক্তভোগী মামলা করেছেন। তাঁদের অভিযোগ, কোম্পানিটি জানত তাদের ট্যালকম পাউডার ক্ষতিকর ‘অ্যাসবাস্টাস’ মিশ্রিত ছিল, যা মারাত্মক ক্যানসার সৃষ্টি করতে পারে।
৫ ঘণ্টা আগে