কলকাতা প্রতিনিধি
কলকাতা পৌরসভার নির্বাচনে পৌর করপোরেশনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বিজেপি জিতেছে তিনটিতে, সিপিএম জিতেছে দুটিতে, দুটিতে কংগ্রেস এবং তিনটিতে জয় পেয়েছে অন্যান্য দলের প্রার্থীরা।
বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল।
ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’
মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’
কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তাঁরা কলকাতাবাসীর বদনাম করছে।
তৃণমূলের ত্রিপুরা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জির মতে, শুধু কলকাতায় নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায়ের সময় হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে সেই কাজই শুরু হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপির সঙ্গে তৃণমূলের লোক দেখানো লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত রোববার কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।
কলকাতা পৌরসভার নির্বাচনে পৌর করপোরেশনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বিজেপি জিতেছে তিনটিতে, সিপিএম জিতেছে দুটিতে, দুটিতে কংগ্রেস এবং তিনটিতে জয় পেয়েছে অন্যান্য দলের প্রার্থীরা।
বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল।
ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’
মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’
কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তাঁরা কলকাতাবাসীর বদনাম করছে।
তৃণমূলের ত্রিপুরা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জির মতে, শুধু কলকাতায় নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায়ের সময় হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে সেই কাজই শুরু হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপির সঙ্গে তৃণমূলের লোক দেখানো লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত রোববার কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১০ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১২ ঘণ্টা আগে