Ajker Patrika

কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূলের বড় জয়

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

কলকাতা পৌরসভার নির্বাচনে পৌর করপোরেশনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বিজেপি জিতেছে তিনটিতে, সিপিএম জিতেছে দুটিতে, দুটিতে কংগ্রেস এবং তিনটিতে জয় পেয়েছে অন্যান্য দলের প্রার্থীরা।

বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল। 

ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’ 

মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’ 

কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তাঁরা কলকাতাবাসীর বদনাম করছে। 

তৃণমূলের ত্রিপুরা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জির মতে, শুধু কলকাতায় নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায়ের সময় হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে সেই কাজই শুরু হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপির সঙ্গে তৃণমূলের লোক দেখানো লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন। 

উল্লেখ্য, গত রোববার কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।        

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত