Ajker Patrika

‘মোদির পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করছে বিজেপি’ 

‘মোদির পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করছে বিজেপি’ 

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি শুনতে পেয়েছেন—বিজেপি নরেন্দ্র মোদির পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করছে। গুজরাটের বিধানসভা নির্বাচনে প্রখ্যাত ভারতীয় অধিকারকর্মী মেধা পাটেকার কেজরিওয়ালের দলেরই প্রার্থী বিজেপির এমন অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেজরিওয়াল সাংবাদিকদের বলেন—‘আমি শুনতে পেয়েছি বিজেপি মোদির পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করছে। তাদের এই ব্যাপারে আমার প্রশ্নটি করুন। তবে আমার আশঙ্কা যে, আপনারা এটি করতে পারবেন না।’

এর আগে, আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেছিলেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’

সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত