অনলাইন ডেস্ক
বৌদ্ধ নারীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগে ভারতের লাদাখে বর্ষীয়ান এক মুসলিম নেতাকে দল থেকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আজ বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ বছর বয়সী বহিষ্কৃত নেতা নাজির আহমাদ লাদাখ বিজেপির রাজ্য সহসভাপতি ছিলেন। দল থেকে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। প্রায় এক মাস আগে তাঁর ছেলে এক বৌদ্ধ নারীকে নিয়ে অজানা স্থানে পালিয়ে গেছেন।
একটি বিবৃতিতে বিজেপির লাদাখ ইউনিট বলেছে, বৌদ্ধ মেয়েকে নিয়ে ছেলে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করতে বলা হয়েছিল নাজির আহমাদকে।
গত বুধবার (১৬ আগস্ট) এ বিষয়ে একটি জরুরি নির্বাহী বৈঠকের পর নাজিরকে বহিষ্কারের নির্দেশ দেন লাদাখ বিজেপির প্রধান ফুনচোক স্ট্যাঞ্জিন।
বিজেপির বিবৃতিতে বলা হয়, ‘পালিয়ে যাওয়ার মতো ঘটনা লাদাখের সব ধর্মীয় সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য। কারণ, এটি এই অঞ্চলের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যকে বিপন্ন করে।’
প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগে বিয়ে করে পালিয়ে যাওয়া ওই নর-নারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বহিষ্কৃত বিজেপি নেতা নাজির দাবি করেছেন, বৌদ্ধ নারীকে ছেলে মঞ্জুর আহমাদ বিয়ে করতে চাইলে তাঁর পুরো পরিবার এর বিরোধিতা করেছে। বিয়ে করে পালিয়ে যাওয়ার পর পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেননি মঞ্জুর।
নাজির আহমাদ আরও জানান, ছেলে যখন একটি কোর্টে গিয়ে বিয়ে করেন, তখন তিনি হজ পালনের জন্য সৌদি আরবে ছিলেন।
নাজির বলেন, ‘আমার ছেলের বয়স ৩৯। আর সে যে নারীকে বিয়ে করেছে তার বয়স ৩৫। আমার বিশ্বাস তারা দুজন ২০১১ সালেই বিয়ে করেছিল। গত মাসে আমি হজে থাকা অবস্থায় তারা কোর্টে গিয়েও বিয়ে করে।’
ছেলেকে খুঁজে বের করে আনতে না পারলে বহিষ্কারের আগে নাজির আহমাদকে পদত্যাগ করতে বলেছিল দল।
তিনি বলেন, ‘আমি জানি পুরো পরিবার বিরোধিতা করার পরও আমার ছেলের বিয়ের জন্য কেন আমাকে দোষারোপ করা হচ্ছে। আমি তাকে খুঁজে বের করার বহু চেষ্টা করেছি। আমি শ্রীনগরসহ আরও বিভিন্ন এলাকায় গিয়েছি।’
বৌদ্ধ নারীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগে ভারতের লাদাখে বর্ষীয়ান এক মুসলিম নেতাকে দল থেকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আজ বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ বছর বয়সী বহিষ্কৃত নেতা নাজির আহমাদ লাদাখ বিজেপির রাজ্য সহসভাপতি ছিলেন। দল থেকে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। প্রায় এক মাস আগে তাঁর ছেলে এক বৌদ্ধ নারীকে নিয়ে অজানা স্থানে পালিয়ে গেছেন।
একটি বিবৃতিতে বিজেপির লাদাখ ইউনিট বলেছে, বৌদ্ধ মেয়েকে নিয়ে ছেলে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করতে বলা হয়েছিল নাজির আহমাদকে।
গত বুধবার (১৬ আগস্ট) এ বিষয়ে একটি জরুরি নির্বাহী বৈঠকের পর নাজিরকে বহিষ্কারের নির্দেশ দেন লাদাখ বিজেপির প্রধান ফুনচোক স্ট্যাঞ্জিন।
বিজেপির বিবৃতিতে বলা হয়, ‘পালিয়ে যাওয়ার মতো ঘটনা লাদাখের সব ধর্মীয় সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য। কারণ, এটি এই অঞ্চলের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যকে বিপন্ন করে।’
প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগে বিয়ে করে পালিয়ে যাওয়া ওই নর-নারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বহিষ্কৃত বিজেপি নেতা নাজির দাবি করেছেন, বৌদ্ধ নারীকে ছেলে মঞ্জুর আহমাদ বিয়ে করতে চাইলে তাঁর পুরো পরিবার এর বিরোধিতা করেছে। বিয়ে করে পালিয়ে যাওয়ার পর পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেননি মঞ্জুর।
নাজির আহমাদ আরও জানান, ছেলে যখন একটি কোর্টে গিয়ে বিয়ে করেন, তখন তিনি হজ পালনের জন্য সৌদি আরবে ছিলেন।
নাজির বলেন, ‘আমার ছেলের বয়স ৩৯। আর সে যে নারীকে বিয়ে করেছে তার বয়স ৩৫। আমার বিশ্বাস তারা দুজন ২০১১ সালেই বিয়ে করেছিল। গত মাসে আমি হজে থাকা অবস্থায় তারা কোর্টে গিয়েও বিয়ে করে।’
ছেলেকে খুঁজে বের করে আনতে না পারলে বহিষ্কারের আগে নাজির আহমাদকে পদত্যাগ করতে বলেছিল দল।
তিনি বলেন, ‘আমি জানি পুরো পরিবার বিরোধিতা করার পরও আমার ছেলের বিয়ের জন্য কেন আমাকে দোষারোপ করা হচ্ছে। আমি তাকে খুঁজে বের করার বহু চেষ্টা করেছি। আমি শ্রীনগরসহ আরও বিভিন্ন এলাকায় গিয়েছি।’
কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশ দুটি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, মেক্সিকোর..
১ ঘণ্টা আগেভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার গতকাল শনিবার দেশটির ২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে নরেন্দ্র মোদি সরকার মধ্যবিত্ত শ্রেণির জন্য ব্যক্তিগত আয়করের সীমায় যথেষ্ট ছাড় দিয়েছে। নতুন ঘোষণা অনুসারে, ভারতীয়দের করমুক্ত আয়সীমা এখন ১২ লাখ ৭৫ হাজার রুপি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের গতিপথ দ্রুত বদলে যাচ্ছে। একদিকে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে ভারত; অন্যদিকে জুলাই-আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে বন্ধুত্ব
২ ঘণ্টা আগেফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ফের সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ এর প্রতিবেদনের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি নেতানিয়াহু জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক..
২ ঘণ্টা আগে